সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র সুমাল শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম’ আকাবির-আসলাফের ঐতিহাসিক এ স্লোগানকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম কাতারের 'সুমাল শাখা' গঠন উপলক্ষ্যে এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে কাতার সুমাল আইনসিনান জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

কাতার ভিত্তিক বিভিন্ন দাওয়াতি সংস্থার প্রবিন মুরব্বি হযরত মাওলানা শায়েখ লুৎফুর রহমান সাহেবের সভাপতিত্ত্বে এবং মাওঃ আব্দুল মতিন জালালী'র পরিচালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়ত কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি মাও. বদরুল আলম সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাও. আব্দুশ শহীদ সাহেব।

বৈঠকে মাও. আমিরুল ইসলাম, মাও. আমির উদ্দিন, মাও. হেলাল উদ্দিন, মাও. আব্দুল্লাহ, মাও. মুকাররাম হুসাইন, মাও. মুজাহিদুল ইসলাম, মাও. সাইদ আহমদ, মৌলভী আমজাদ হুসাইন, হাফেজ রহমত উল্লাহ, হাফেজ মোঃ মুহিউদ্দিন, হাফেজ আব্দুর রহমান, মাও. সাইদ আহমদ, হাফেজ নিয়ামত উল্লাহসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত কাতার সুমালের প্রত্যন্ত এলাকা হতে আগত নেতা-কর্মীসহ কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপূর্ন নেতৃবৃন্দের সম্মিলিত মতামতের ভিত্তিতে আইন সিনান জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাও. শায়েখ লুৎফুর রহমান সাহেবকে সভাপতি ও মাও. আব্দুল মতিন জালালীকে সেক্রেটারী এবং মাও. মুকাররাম হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট তিন বৎসর মেয়াদি একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পুর্ণাঙ্গ কমিটি

১. সভাপতি: হযরত মাওলানা শায়েখ লুৎফুর রহমান।
২. সহসভাপতি: মাওঃ হেলাল উদ্দিন।
৩. সেক্রেটারী: মাওঃ আব্দুল মতিন জালালী।
৪. যুগ্নসেক্রেটারী: মাওঃ আমির উদ্দিন।
৫. সহসেক্রেটারী: মাওঃ আমিরুল ইসলাম।
৬. সহসেক্রেটারী: মাওঃ আব্দুল্লাহ।

৭. সাংগঠনিক সম্পাদক: মাওঃমুকাররাম হুসাইন।
৮. যুগ্ন সাংগঠনিক সম্পাদক: মাওঃ মুজাহিদুল ইসলাম।
৯. সহ সাংগঠনিক সম্পাদক: হাফেজ মোঃ মুহিউদ্দিন।
১০. সহ সাংগঠনিক সম্পাদক: মৌলভী মোঃ বশির আহমদ।
১১. অর্থ সম্পাদক: হাফেজ মোঃ রহমত উল্লাহ।
১২. সহকারী অর্থ সম্পাদক: হাফেজ মোঃ একরাম উদ্দিন।
১৩. প্রচার সম্পাদক: মাওঃ মাহমুদুল হাসান সাহেব।

১৪. সহ প্রচার সম্পাদক: মৌলভী মোঃ আমজাদ হুসাইন।
১৫. সহ প্রচার সম্পাদক: হাফেজ আব্দুর রহমান।
১৬. সমাজ কল্যাণ সম্পাদক: মাওঃ সাইদ আহমদ।
১৭.সহসমাজকল্যাণ সম্পাদক: হাফেজ মোঃ নিয়ামত উল্লাহ।
১৮.সহসমাজকল্যাণ সম্পাদক: মৌলভী আলমগীর হোসাইন।
১৯. সাহিত্য সম্পাদক: মাওঃ মাসউদুর রহমান।

২০. সহ সাহিত্ব সম্পাদক: জনাব মোঃ নুর হুসাইন।
২১. সহ সাহিত্ব সম্পাদক: জনাব মোঃ জুনাইদুর রহমান।
২২. সদস্য: মাও. নাসির উদ্দীন।
২৩. সদস্য: মোঃ আব্দুল্লাহ।
২৪. সদস্য: মোঃ রেজাউল করিম।
২৫. সদস্য: মোঃ মোবারক হসাইন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ