সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

মাদরাসাছাত্রীর হত্যাকারীদের শাস্তির দাবিতে ‘কওমি প্রজন্মের’ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ও ডেমরায় শিশু মনিরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কওমি প্রজন্মের’ মানববন্ধন পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সোনাগাজীর ও ডেমরার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, একজন শিক্ষার্থীকে যৌন নিপিড়ন করে প্রতিবাদ করার কারণে তাকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা, কখনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। এ ঘটনা হতবাক করে দেয়ার মতো।

মাদরাসার অধ্যক্ষের নামে যে অভিযোগ পাওয়া গেছে তা খতিয়ে দেখাসহ এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। অপরদিকে ডেমরার ঘটনায় মসজিদের ইমাম কর্তৃক শিশু মনিরকে নৃশংসভাবে হত্যার কঠোর শাস্তি দাবি করেছেন মানববন্ধনকারীরা।

মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র সভাপতিত্বে ও কলরবের যুগ্মনির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদাউস, মুফতী আবু ইউসুফ মাহমূদী, মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী, মুফতী আব্দুর রহমান কোব্বাদী প্রমুখ।

সরকারের প্রতি মানববন্ধনে গৃহীত প্রস্তাবাবলী :

১. নারীর প্রতি নিপিড়নরোধে তাদের জন্য পর্দাবিধান পালন করার স্বাভাবিক ক্ষেত্র তৈরি করতে হবে।
২. নারীকে ভোগ্যপন্য হিসেবে চিন্তা করার মানসিকতা দুর করতে নারীকে পন্যরূপে উপস্থাপনের বিপক্ষে সার্বিক ব্যবস্থা নিতে হবে।
৩. নারীর প্রতি নিপিড়নরোধে ইসলামের মূল্যবোধসহ ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির চেষ্টা করতে হবে।

৪. দেশে নারীর প্রতি নিগৃহের বিপক্ষে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
৫. ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদন্ড করে নতুন আইন প্রণয়ন করতে হবে।
৬. ধর্ষণের টেষ্টের নামে ‘টু ফিঙ্গার টেষ্ট’ বন্ধ করার আদালতের আইন বাস্তবায়ন করতে হবে।

৭. থানায় মামলা নিতে গড়িমসি করার বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৮. ধর্ষণ মামলা পরিচালনার জন্য পুলিশ ছাড়াও সরকারীভাবে স্পেশাল বাহিনী তৈরি করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ