আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ও ডেমরায় শিশু মনিরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কওমি প্রজন্মের’ মানববন্ধন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সোনাগাজীর ও ডেমরার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, একজন শিক্ষার্থীকে যৌন নিপিড়ন করে প্রতিবাদ করার কারণে তাকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা, কখনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। এ ঘটনা হতবাক করে দেয়ার মতো।
মাদরাসার অধ্যক্ষের নামে যে অভিযোগ পাওয়া গেছে তা খতিয়ে দেখাসহ এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। অপরদিকে ডেমরার ঘটনায় মসজিদের ইমাম কর্তৃক শিশু মনিরকে নৃশংসভাবে হত্যার কঠোর শাস্তি দাবি করেছেন মানববন্ধনকারীরা।
মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র সভাপতিত্বে ও কলরবের যুগ্মনির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদাউস, মুফতী আবু ইউসুফ মাহমূদী, মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী, মুফতী আব্দুর রহমান কোব্বাদী প্রমুখ।
সরকারের প্রতি মানববন্ধনে গৃহীত প্রস্তাবাবলী :
১. নারীর প্রতি নিপিড়নরোধে তাদের জন্য পর্দাবিধান পালন করার স্বাভাবিক ক্ষেত্র তৈরি করতে হবে।
২. নারীকে ভোগ্যপন্য হিসেবে চিন্তা করার মানসিকতা দুর করতে নারীকে পন্যরূপে উপস্থাপনের বিপক্ষে সার্বিক ব্যবস্থা নিতে হবে।
৩. নারীর প্রতি নিপিড়নরোধে ইসলামের মূল্যবোধসহ ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির চেষ্টা করতে হবে।
৪. দেশে নারীর প্রতি নিগৃহের বিপক্ষে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
৫. ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদন্ড করে নতুন আইন প্রণয়ন করতে হবে।
৬. ধর্ষণের টেষ্টের নামে ‘টু ফিঙ্গার টেষ্ট’ বন্ধ করার আদালতের আইন বাস্তবায়ন করতে হবে।
৭. থানায় মামলা নিতে গড়িমসি করার বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৮. ধর্ষণ মামলা পরিচালনার জন্য পুলিশ ছাড়াও সরকারীভাবে স্পেশাল বাহিনী তৈরি করতে হবে।
-এএ