রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


রডের বদলে কাঠ, ভবন ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রডের বদলে কাঠ দিয়ে ছাদ ঢালাই! ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ এখন খসে পড়ছে। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮৩নং টঙ্গিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভবনের চিত্র। এতে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের ২৭২ জন শিক্ষার্থী।

বুধবার সকালে বিদ্যালয়ের ক্লাস শুরুর আগেই দুটি কক্ষে খসে পড়ে আস্তর। ছাদের আস্তর খসে পড়ায় ভেসে উঠছে রডের পাশাপাশি কাঠ দিয়ে ছাদ ঢালাইয়ের চিত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. খোরশেদ আলম বলেন, ২০১৩ সাল থেকে বিদ্যালয়ের নতুন ভবনের চাহিদা দেয়া হচ্ছে। কিন্তু নতুন ভবন হচ্ছে না। বিদ্যালয়ের দুটি ভবন। ২০০৯-১০ সালে নির্মিত ভবন দুই কক্ষবিশিষ্ট। নাম মেঘনা ভবন। ১৯৯৬ সালে নির্মিত ভবনের নাম ডাকাতিয়া ভবন।

এই ভবনে চারটি কক্ষ। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস হয়। কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ এই ভবনে ক্লাস নিতে হয়। এবার আর ক্লাস নেয়া সম্ভব না।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অহিদুর রহমান চৌধুরী বলেন, নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু নতুন ভবন বরাদ্দ হচ্ছে না। খোলা আকাশের নিচে পাঠদানের ব্যবস্থা করতে হবে। সারা দেশে এখন প্রাকৃতিক দুযোর্গ চলছে। যে কোনো মুহূতে এই বিদ্যালয়ে বিপর্যয় হতে পারে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহা. আকতার হোসেন বলেন, ওই ভবনে ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে। তারপরও প্রধান শিক্ষক কক্ষ না থাকায় ওই ভবনে ক্লাস নিচ্ছেন। মঙ্গলবারে হাজীগঞ্জ উপজেলা থেকে ১৮টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। শিগগির নতুন ভবন বরাদ্দ হবে বলে প্রত্যাশা করছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ