শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশ-পাকিস্তানসহ ৩৫ দেশের বিরুদ্ধে আমেরিকার অপপ্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশের জন্য ‘কে’ নামের নতুন একটি ক্যাটাগরি সূচক তৈরি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে এই সব দেশে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে, এসব দেশ সফরে গেলে ‘অপহৃত’ কিংবা ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এতদিন সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যগত ঝুঁকিসহ আরো কিছু সূচকের ভিত্তিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করা হতো। কিন্তু এবার ‘কে’ নামক নতুন একটি সূচক যোগ করা হয়েছে- যাতে অপহরণ ও পণবন্দি হওয়ার ঘটনাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

নতুন করে সতর্কতা জারি হওয়া দেশগুলো হচ্ছে-আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বারকিনা ফাসো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কলম্বিয়া, কঙ্গো, ইথিওপিয়া, হাইতি, ইরান, ইরাক, কেনিয়া, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মেক্সিকো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তুরস্ক, গণ প্রজাতন্ত্রী উগান্ডা, ইউক্রেন (রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেন), ভেনিজুয়েলা ও ইয়েমেন।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব দেশের কনস্যুলার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। নতুন কোনো তথ্য পেলে তাও জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ