সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের আইআরজিসিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে এবার মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর সেন্টকমকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানায়, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর সেন্টকমকে (ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

মার্কিন সরকারকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক' আখ্যায়িত করে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী 'সেন্টকম' এবং এর সহযোগী সব বাহিনীকেও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এ ঘটনাকে একটি স্বাধীন দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রথম ঘটনা দাবি করে এসএনএসসির ওই বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে আমেরিকা সন্ত্রাসবাদী পরিকল্পনা বাস্তবায়ন করার পায়তারা করছে। যা ইরান ছাড়া অন্যান্য দেশের জন্যও হুমকি সৃষ্টি করেছে।

এদিকে ইরানের আইআরজিসিকে (ইসলামী বিপ্লবী বাহিনী) যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়াকে বর্জন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি আইআরজিসির প্রশংসা করে বলেন, এ বাহিনী দেশি ও বিদেশি শত্রুদের মুখোমুখি অবস্থানে ছিল।

এ সময় তিনি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ