আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা ৮ এপ্রিল (সোমবার) থেকে শুরু হবে।
বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ আল-মাদানী আওয়ার ইসলামকে জানিয়েছেন, এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এবারও গতবারের মতো দরসিয়াত, হিফয ও কিরাআত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তাহফীযুল কুরআন ও ’ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত -এর পরীক্ষা : ৪ শা’বান ১৪৪০ হিজরী, মোতাবেক ১০ এপ্রিল ২০১৯ ঈসাব্দ, রোজ বুধবার হতে পর্যায়ক্রমে।
আরএম/