শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. শাহ আলী আশ্রাফ জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় স্বাস্থ্যকর্মী মৃণাল হালদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ান। এর আধাঘণ্টা পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।

প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লক্ষী শিকদার অসুস্থ হয়ে পড়ে। এরপর ২৪ অসুস্থ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অসুস্থদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার জানায়, ওই কৃমিনাশক ওষুধ খাওয়ার ১৫ মিনিট পরই তার প্রথমে বমি বমি অনুভব হয়। পরে প্রচণ্ড পেটে ব্যাথা ও হাত-পা খিঁচুনি অনুভব হচ্ছে।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাকুরা খানম জানায়, ওষুধ খাওয়ার কিছু সময় পর প্রচণ্ড পেটে ব্যথা ও মাথা ঘুরানো অনুভব হচ্ছে। সে কয়েকবার বমিও করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. রতন কুমার ঢালী জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বড় কোনো সমস্যা অনুভব হচ্ছে না। এটা মাস রিঅ্যাকশন (গণপ্রতিক্রিয়া) নামে একটি রোগ। এটা একজনের হলে এর দেখা দেখি অন্য কারও এটা হয়ে থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ