শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

রাখাইনে বেসামরিকদের ওপর সেনা হামলায় জাতিসংঘের 'উদ্বেগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার রাখাইনে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে চালানো হামলায় ৬ রোহিঙ্গা নিহত ও অপর ৯ জন আহতের ঘটনায় এই উদ্বেগ জানালো সংস্থাটি।

সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি নামের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে সেনাবাহিনী। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বৌদ্ধ জাতিগোষ্ঠী থেকে আসা। সর্বশেষ বুধবার বুথিডাউং এলাকার একটি গ্রামে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনারের নারী মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিকদের ওপর বিদ্রোহী ও সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেসামরিক হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, বেপরোয়া গ্রেফতার, গুম, বেসামরিক এলাকায় নির্বিচার গুলি ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের গ্রহণযোগ্য খবর পাওয়া যাচ্ছে।

সরেজমিন সূত্রের বরাত দিয়ে রাভিনা জানান, বুধবার একটি গ্রামে হামলায় ৭ জন নিহত হয়েছেন। দুটি হেলিকপ্টার থেকে ধানক্ষেতে ও রাখালদের ওপর গুলি করা হয়েছে। আগের সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া কয়েক হাজার রোহিঙ্গা এই এলাকায় বাস করছেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যে সংঘর্ষ বৃদ্ধির ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মিয়ানমার সেনাবাহিনীর আগের অপরাধের বিচার নিশ্চিতে কাজ করছে, তখন তারা আবারও নিজেদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধ হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ