সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


আল্লামা জুনায়েদ বাবুনগরী ফের হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

দারুল উলূম হাটহাজারীর সহযোগি মহাপরিচালক, হেফাজত মহাসচিব, প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চিকিৎসার জন্য আবারো ঢাকার নেয়া হয়েছে ৷

গতকাল (শুক্রবার) ৫ এপ্রিল রাতে একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়েছেন ৷

আল্লামা বাবুনগরীর একান্ত সহকারি ইনআমুল হাসান ফারুকী জানান, হুজুরকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হবে এবং অপারেশন হওয়া বাম পায়ে সার্জারীর মাধ্যমে নতুন চামড়া প্রতিঃস্থাপন করা হবে ৷ তবে শারীরিকভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী মোটামোটি সুস্থ আছেন ৷

প্রসঙ্গত, আল্লামা বাবুনগরী ২০১৩সালের রিমান্ডের পর থেকে পায়ের ব্যাথা শুরু হয়। এ নিয়ে বেশ ক'বার চিকিৎসা ও অপারেশনও করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ