সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

২৬ মার্চ মাদানীনগর ফুযালা সম্মেলন: শেকড়ের টানে হোক প্রাণের মেলবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মারুফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড৷ হাইওয়ের পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর৷ ইসলামী শিক্ষা—দীক্ষা, তাহজিব— তামাদ্দুন, তাবলীগ -তাজকিয়া ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য৷

দীর্ঘ ৩৪ বছর ধরে দেশব্যাপী বিভিন্ন ইলমি ও ধর্মীয় খেদমত আঞ্জাম দিয়ে আসছে প্রচারবিমুখ এই দ্বীনী নিকেতন৷ বর্তমানে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের দ্বীনি শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র, হাজারো পিপাসার্ত মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার পানশালা ৷

বিগত তিন যুগের ইলমি বিপ্লবে মাদানীনগর পালন করেছে যুগান্তকারী ভূমিকা। জন্ম দিয়েছে শত সহস্র ধর্মীয় মনীষী ও বরেণ্য ব্যক্তিত্ব, যারা আজ দেশে— বিদেশে, প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গাঁয়ে ইলমে নববীর শোভা ছড়াচ্ছে৷ প্রান্তিক জনপদের জীর্ণকুটিরে কুরআন-হাদিসের আলো বিকিরণ করছে৷

যাদের কোমল পরশে হেদায়েতের ছোঁয়া পাচ্ছে হাজারো পথভোলা মানুষ ও বিপথগামী জনগোষ্ঠী৷ আগামী ২৬ মার্চ সেসব কৃতি সন্তানদেরকেই মায়ের কোলে ডাক দিয়েছে মাতৃসম দারুল উলুম মাদানীনগর৷

দীর্ঘদিনের নাড়িছেঁড়া সন্তানদের অব্যক্ত বিরহের বিচ্ছেদ কাটাতেই আয়োজন করেছে এই প্রাণের মেলা৷ শেকড়ের টানে, হৃদয়ে আহবানে সন্তানরা আসবে ইদ্রিস কাননে এটাই প্রত্যাশা বাবাদের অন্তরে ৷

মাদানীনগর ফারেগিন ছাত্রদের ঐক্য সংগঠন "ইত্তেহাদে ফুযালা ও আবনা" এর ব্যানারে অনুষ্ঠিত হবে বার্ষিক এ পুনর্মিলনী জলসা৷ অন্যবারের চেয়ে এবারের অনুষ্ঠান হবে ব্যাপক, বর্ণাঢ্য ও ব্যয়বহুল৷ রীতিমত আয়োজন ছাড়াও অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় চমক ও চোখধাঁধানো প্রাইজ৷

মাদরাসার শুরু থেকে এ পর্যন্ত যারাই এখানে পড়াশোনা করেছে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে৷ এরই মধ্যে জলসার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে "ইত্তেহাদে ফুযালা ও আবনা" কর্তৃপক্ষ ৷

২৬ মার্চ সকাল ১০ টা থেকে মাদরাসা মসজিদের দ্বিতীয় তলায় শুরু হবে অনুষ্ঠানের মূলপর্ব৷ সভাপতিত্ব করবেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বিপী ৷

প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউসুফ তাওলভি। বিশেষ মেহমান হিসেবে থাকবেন জামিয়ার প্রাক্তন শিক্ষকবৃন্দ, বর্তমান শায়খুল হাদিস, শিক্ষাসচিব ও প্রবীণ ওস্তাদগণ৷

আমরা আশা করি নবীন-প্রবীণের ঐক্য সংহতি ও সম্প্রীতির এ জোড় আমাদের দ্বীনি আবেগের গোড়ায় চেতনার বারি সিঞ্চন করবে৷ অগ্রজ অনুজের এই সেতুবন্ধন পরস্পরের চিন্তা-চেতনাকে শানিত করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস জোগাবে৷

এ ছাড়াও বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও প্রাজ্ঞ আসাতিযা কেরামের আন্তরিক দোয়া ও জ্ঞানগর্ভ নসিহত ফিতনা ফাসাদে আকীর্ণ বর্তমান সমাজে চলার পথের পাথেয় হবে ৷ তাই দ্বীনি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের স্বার্থে অনুষ্ঠানে সকল ফুযালায়ে কেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য৷ ব্যস্ততম জীবনের ফাঁকগলে সামান্য এই চেতনার মেলবন্ধন হতে পারে হাজারো ধর্মীয় কাজের রুদ্ধ বাতায়ন উন্মুক্ত করবে৷আল্লাহ তায়ালা অনুষ্ঠান সফল করুন এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বাঁধনকে সুদৃঢ় করুন৷

লেখক: শিক্ষার্থী, ইফতা ১ম বর্ষ, মাদানীনগর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ