শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি রেজাউল হক, সম্পাদক সালেহ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বার্ষিক মজলিসে শুরা সম্মেলন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখা সভাপতি শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় ২৩ মার্চ ২০১৯ইং শনিবার লন্ডন প্লাস্টো জামেয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুরা সম্মেলনে কেন্দ্র মনোনীত নির্বাচন কমিশনার যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খ মাওলানা তরিকুল্লাহ ও শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান উপস্থিত থেকে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন।

যুক্তরাজ্যের বিভিন্ন শাখা ও শহর থেকে আগত বিপুল সংখ্যক শুরা সদস্যের উপস্থিতিতে গোপন ব্যালটে ২০১৯ /২০ ইং সেশনের জন্য শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ সভাপতি শায়েখ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি মাওলানা আবদুস ছালাম, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ নাজির, মাওলানা খতীব তাজুল ইসলাম, শায়েখ হাফিজ মাওলানা ইকবাল হোসেন, শায়েখ হাফিজ মাওলানা ছালেহ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা ছাদিকুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক শায়েখ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার ফজল উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ মুন্জুরুল হক, ক্বারী মাওলানা আব্দুল জলিল, হাফিজ শহির উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী, আলহাজ্ব মুহাম্মদ মিয়া।

সম্মানিত উপদেষ্টাবৃন্দ হলেন মাওলানা শায়েখ আবদুল আজিজ (বার্মিংহাম), শায়খ মাওলানা তরিকুল্লাহ (লন্ডন),  শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান (লন্ডন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড), মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা ফরিদ আহমদ খান (নিউপুট), মাওলানা সামছুদ্দিন (বার্মিংহাম), শায়খ মাওলানা ইয়াহয়া (ওল্ডহাম), হাফিজ জালাল উদ্দিন (ব্রাডফোর্ড), মাওলানা নুরুল হক আমিনী (নিউক্যাসেল), মুফতী হাবীব নূহ (রাইছলীপ), মাওলানা সাদেক আহমদ (লন্ডন), মুফতি ছাফির উদ্দিন, মুফতী শামীম মুহাম্মদ (ম্যানচেস্টার), হাফিজ মাওলানা ইউসূফ সালেহ (ইপছউইচ )।

পরিশেষে নির্বাচন কমিশনার শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ