সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

যেভাবে পেতে পারেন দেওবন্দে পড়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ভারতের দারুল উলুম দেওবন্দে পড়ার স্বপ্ন আছে প্রায় প্রতিটি কওমি পড়ুয়া তরুণের। কিন্তু আজকাল ভিসা বা এ সংক্রন্ত জটিলতায় অনেক তরুণই তাদের স্বপ্নপূরণে ব্যর্থ হন।

বিশ্ববিখ্যাত এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় দেওবন্দ পৌঁছার চেষ্টা করেন। তবে এখন থেকে আরও কোনোরকমে দেওবন্দে পৌঁছালেই সেখানে পড়ার সুযোগ পাবেন না আগ্রহীরা। এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে তাদের।

যেভাবে পেতে পারেন দেওবন্দে পড়ার সুযোগ–

দারুল উলুমে ভর্তি হতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ঢাকায় থাকা ভারতীয় দূতাবাস থেকে ‘স্টাডি ভিসা’ নিতে হবে। এক্ষেত্রে ‘টুরিস্ট ভিসা’ নিয়ে গিয়ে দারুল উলুমে ভর্তি হওয়া যাবেই না।

ভিসা পেতে আগ্রহী শিক্ষার্থীদের সাহায্য করতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি দেবে দারুল উলম। তবে এক্ষেত্রে পড়তে আগ্রহীদের মধ্যে যারা বাবার নাম, ডাকঘরের পূর্ণ ঠিকানা, পাসপোর্টের কপি, দারুল উলম দেওবন্দে যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তার তথ্য ইত্যাদি সরবরাহ করলে এনওসি মিলবে।

বিদেশি শিক্ষার্থীরা কেবল আরবি ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং দাওরাহ অষ্টম শ্রেণিতে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে আগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। তবে তারও আগে আগের মাদরাসাগুলো থেকে পাওয়া চারিত্র্যিক সনদ দেখাতে হবে।

দারুল উলমে শিক্ষার ভাষা উর্দু। এক্ষেত্রে যেসব শিক্ষার্থী কাজ চালানোর মতো উর্দু জানবেন, তারা অগ্রাধিকার পাবেন।

দারুল উলম বিনামূল্যে শিক্ষা, থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে। এক্ষেত্রে কোনও শিক্ষার্থীর কাছ থেকে এক টাকাও নেওয়া হয় না।

বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী দারুল উলমে পড়তে যাবে স্টুডেন্ট ভিসার পাশাপাশি মাওলানা ক্বারি আব্দুল খালিক (জামিয়া হুসাইনিয়া, আর্জাবাদ, মিপুর, ঢাকা) বা মাওলানা নুর হোসাইন কাশেমির (মাদরাসা বারিধারা) দেওয়া পত্র বা চিঠি নিয়ে যেতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি জমা দিতে হবে এবং ভর্তির আগে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূলকপি দেখাতে হবে।

দারুল উলম দেওবন্দ কোনও দূর-শিক্ষা বা অনলাইন কোর্স চালায় না। সূতরাং সে পথে শিক্ষার্থীদের না যাওয়াই ভালো।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ