শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

মসজিদের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ, হত্যার হুমকিতেও অনড় সুইডিশ কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুইডেনের কিশোরী রোঞ্জা অ্যান্ডারসন। এরপর থেকে তিনি তার দেশের অজ্ঞাতদের কাছ থেকে অব্যাহতভাবে নানা ভয়ংকর হুমকি-ধমকি পেয়ে আসছেন। কিন্তু হত্যার হুমকিতেও তিনি তার সিদ্ধান্তে অটল, ‘কোনও অবস্থাতেই ইসলাম ত্যাগ করবো না’।

গত সোমবার রাতে সুইডেনের একটি টিভি অনুষ্ঠানে হাজির হন রোঞ্জা; ওই অনুষ্ঠানের নাম ‘ট্রল হান্টার’। ওই অনুষ্ঠানেই এসব কথা জানান সুইডেন অনুর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের এ গোলরক্ষক।

ওই অনুষ্ঠানে ১৯ বছর বয়সী রোঞ্জা জানান, ‘তুর্কির একজন ছেলেবন্ধু ছিল আমার। ওই বন্ধুর মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ হয়। এরপর ওই পরিবারের সদস্যদের কল্যাণে ইসলাম ধর্ম সম্পর্কে জানাশোনাও শুরু করি।’

রোঞ্জা আরও জানান, ‘যখন আমি ওই পরিবারের সাথে তুরস্কে ছিলাম, তখন নানা মসজিদ এবং এর সৌন্দর্য দেখেই মূলত ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। পরে আমার ওই বন্ধুর পরিবারের কাছ থেকে ইসলাম সম্পর্কে প্রাথমিক নানা কিছু জেনে আমি নিজে নিজে এ নিয়ে পড়াশুনা শুরু করি। এরপর যতদূর সম্ভব ভালোভাবে জেনেবুঝে আজ থেকে প্রায় ৭ মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করি।’

রোঞ্জা আরও জানান, ‘ইসলাম ধর্ম গ্রহণের পর আমি শান্তিপূর্ণ একটা জীবন পেয়েছি এবং তা যাপন করছি। এখন প্রতিদিনই আমি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি পবিত্র কোরআন তোলাওয়াত করি। এ ছাড়া, সপ্তাহে দুই দিন নিয়ম করে রোজাও পালন করি।’

তিনি বলেন, ‘মুসলমান হতে পেরে আমি গর্বিত এবং মহান আল্লাহের কাছে কৃতজ্ঞ। যত বিপদ-ই আসুক না কেন, আমি বাকি জীবন ইসলামের সঙ্গেই আছি।’

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ