মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

হাসান আল মাহমুদের ছড়া 'বলো তোমায় সাজে!'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ তোমায়
হাত দিয়েছেন, পা দিয়েছেন
চলে ফিরে খেতে
তুমি কেনো
পরের আশায়
থাকবে দু-হাত পেতে।

আল্লাহ তোমায়
জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন
চলতে আলোর পথে
তুমি কেনো
চড়বে ভুলে
অন্ধকারের রথে।

আল্লাহ তোমায়
নায-নেয়ামত এত্তো দিলেন
এই পৃথিবীর মাঝে
তার ইবাদাত
ছেড়ে দেয়া
বলো তোমায় সাজে!

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ