শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


আজান নাম রাখা কেমন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

সুন্দর নাম রাখা সুন্নাত। নামের প্রভাব ব্যাক্তির উপর পড়ার অনেক নজির রয়েছে। তাই সুন্দর নাম রাখা পিতা-মাতার কর্তব্য।

‘আজান’ নাম রাখা যাবে। এছাড়া নামকরণ করা যেতে পারে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দুটি নাম, আবদুল্লাহ আর আবদুর রহমান।

এছাড়াও নবি-রাসুলগণের নাম রাখাও উত্তম। সাহাবায়ে কেরামের নামে নাম রাখা। যেমন মুহাম্মদ, ইব্রাহিম, ওমর, দাউদ, জুবায়ের, আবুজর, জাবের, ওসামা, সালমান ফার্সি, যায়েদ, ইত্যাদি।

আলেমদের থেকে জেনে সুন্দর অর্থবহ নাম রাখাই উত্তম।

সূত্র: দারুল উলূম দেওবন্দের ফতোয়া বিভাগের ওয়েব সাইট থেকে। প্রশ্ন নম্বর 279-193/4/1440, উত্তর নম্বর- 67335।

এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ