শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

সরকারি বিল বকেয়া থাকলে প্রার্থিতা বাতিল: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে পার্থি হিসেবে সরকারী টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য যেকোনও পরিসেবা বিল বকেয়া রেখে অংশগ্রহণ করতে পারবেন না।

আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের সরকারি কোনও বয়েকা বিল থাকলে তা পরিশোধের কথা জানানো হয়েছে। অন্যথায় ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হবে।

শনিবার (১০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এমন নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ‘মনোনয়নপত্র জমা দেয়ার ৭ দিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।’

এতে আরও উল্লেখ করা হয়, কৃষিকাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষিঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখের ৭ দিন পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহিত কোনও ঋণ বা বা তার কোনও কিস্তি পরিশোধে খেলাপি হলে ওই ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।

এছাড়া মনোনয়নপত্র দাখিলের ৭ দিন পূর্বে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন বলেও জানানো হয়।

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর বৃহস্পতিবার। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর শুক্রবার।

নির্বাচনে কার স্বার্থে ইভিএম, প্রশ্ন শামসুল হুদার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ