শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে হাদিসের প্রথম পাঠশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার : প্রাচীন রাজধানী সোনারগাঁ। মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা বিধৌত এই সোনারগাঁ। মধ্যযুগের রাজধানী সোনারগাঁয়ের চারপাশের প্রবাহিত নদীগুলো ছিল জোয়ারের পানিতে প্রাণবন্ত।

সেদিনের সোনারগাঁ কেন্দ্র করে আবর্তিত হয়েছিল বাংলার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্প-সংস্কৃতি।

কালের কড়াল গ্রাসে এখন বিধ্বস্ত ঐতিহ্যের সামান্য চিহ্ন আজ বিদ্যমান। বাংলার প্রাচীন রাজধানী, বার ভূঁইয়ার অবস্থান, আজম শাহ ও ঈশাখার রাজত্ব, বিশ্বপর্যটক ইবনে বতুতার আগমনসহ নানাবিধ ঐতিহ্যের সমাহার ঘটেছে সোনারগাঁয়ে।

কিন্তু সোনারগাঁ গর্বিত ও ধন্য হয়েছে ভিন্ন একটি কারণে। মধ্যযুগের বিখ্যাত হাদিস বিশারদ শায়েখ আবু তাওয়ামাহ রহ. এর আগমন।

আরবে ইসলামের আলো বিকশিত হওয়ার শুরু থেকেই উপমহাদেশের ভারতবর্ষে ইসলামের আলোকছটা ছাড়াতে শুরু করে। আরব বণিকরা ইসলাম প্রচারে ব্রত হন। তবে তা পূর্ণতা পায় ১২০৩ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বিন বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের মধ্য দিয়ে।

এরপর নবদ্বীপ, গৌড় ইত্যাদি এলাকায় মুসলিম শাসনের ভিত্তি দৃঢ় হলেও পূর্ববঙ্গে তখনও সেন বা দেবরাজ বংশের রাজাগণ রাজত্ব করছে। এদিকে দিল্লীর মসনদে তখন আসেন সম্রাট গিয়াসুদ্দীন বলবন।

১২৭০ খ্রিস্টাব্দে সোনারগাঁ বলবনের অধীনে চলে আসে। এরপর থেকে এ এলাকায় জ্ঞানী-গুণী, সূফী-সাধকদের আগমন বৃদ্ধি পেতে থাকে।

দ্বাদশ শতাব্দির কিছুটা আগে ও পরে সূফী-সাধকরা মধ্য এশিয়ার জ্ঞান-বিজ্ঞানের তীর্থকেন্দ্রগুলো আর ধরে রাখতে পারেননি। ক্রমাগত মোঘল আক্রমণের ফলে বিধ্বস্ত এই নগরীর সাধকরা তৎকালীন স্বর্গভূমি ভারতবর্ষের দিকে যাত্রা শুরু করে।

এই প্রেক্ষিতে গিয়াসুদ্দীন বলবনের রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগমন করেন ইসলামি চিন্তাবিদ ও বিখ্যাত হাদিস বিশারদ শায়েখ শরফুদ্দীন আওয়ামাহ রহ.। তিনি দিল্লীতে আসার পরপরই তার যশ-খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। জনপ্রিয়তায় তিনি সম্রাটকেও অতিক্রম করে ফেলেন।

ফলশ্রুতিতে সভাসদের আক্রোশে সম্রাট আবু আওয়ামাহ রহ. কে সোনারগাঁয়ে সফর করতে আনুরোধ জানান। এরপর আবু আওয়ামাহ রহ. একটি ক্ষুদ্র কাফেলা নিয়ে তৎকালীন ভারতবর্ষের দুর্গম এলাকা সোনারগাঁয়ের পথে যাত্রা শুরু করেন।

এখানেই শুরু হয় হাদিসের প্রথম পাঠ। এর আগে কেউ এভাবে হাদিসের পাঠ দেননি। আর এই সোনারগাঁর অস্তিত্ব বাংলাদেশে। এটাই বাংলাদেশের প্রথম দরসগাহ, যেখান থেকে সারা বাংলায় হাদিসের আলো ছড়িয়েছে।

ইলমে দীন শিক্ষার বিষয়ে কয়েকটি আয়াত ও হাদিস

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ