শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

শায়খ মুহাম্মদ নুমান; একজন আল্লাহওয়ালা মানুষের কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ইসলামাবাদী
আলেম, কলামিস্ট, রাজনীতিক

প্রবীন আলেমেদ্বীন শায়খে তরিকত হযরত আল্লামা শাহ মুহাম্মদ নুমান গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া আলমদারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, অর্ধশতকের কাছাকাছি খলিফা, বহু মুরিদ, ভক্ত, অনুরক্ত রেখে যান।

সকাল ৭ টা ৪৫ মিনিটে তাঁর ইন্তেকাল হয়। বাদ মাগরিব আলমদার পাড়া রিয়াজুল উলুম মাদরাসা ও জামে মসজিদের সামনে তাঁর বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

আধ্যাত্মিক জগত ও আত্মশুদ্ধির পথ

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের খলিফা উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ।

জানাযায় অংশগ্রহণ করেন হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী আবদুচ্ছালাম চাটগামী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবদুল হালিম বুখারী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ, সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী, পটিয়া এলাকার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি, ঢাকা নতুনবাগ মাদরাসার মুহতামিম মাওলানা ডক্টর মুহিদ্দীন ইকরাম, মুহাদ্দিস মুফতী শেখ মুজিবুর রহমান, কুমিল্লা চৌদ্দগ্রাম নানকরা মাদরাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।

এছাড়া ও জানাযায় দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁর বহু মুরিদ, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন। স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তিনি ১৯৯৫ সনে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। তারপর হযরত শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ.এর হাতে বায়াত গ্রহণ করে ২ বছর তাঁর সান্নিধ্যে অবস্থান করেন এবং তাঁর কাছ থেকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকায় খেলাফত লাভ করেন।

তিনি ঢাকা আশরাফুল আলম বড়কাটরা মাদরাসা, চট্টগ্রাম শহরস্থ মোজাহেরুল উলুম মাদ্রাসা, বাশখালী পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসা ও বান্দরবান ইসলামিক সেন্টার মাদরাসায় শিক্ষকতা করেন।

শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করেন। বহু মানুষ তাঁর হাতে বায়াত গ্রহণ করেন এবং ইসলাহি সম্পর্ক কায়েম করেন।

চট্টগ্রাম, সিলেট, ঢাকা, যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, মোমেনশাহী প্রভৃতি এলাকায় সফর করেন।

শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর ইসলাহী কর্মসূচিকে ব্যাপক করার জন্য তিনি চেষ্টা চালান।

তিনি ঢাকা পূর্ব রামপুরা দারুল উলুম নতুনবাগ মাদরাসা, কুমিল্লা চৌদ্দগ্রাম নামকরা মাদরাসা, সিলেট শাহপরান রোডস্থ দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসার পৃষ্ঠপোষক ছিলেন।

ঢাকা মিরপুর জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মজলিসে শুরা সদস্য ছিলেন।

তিনি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার অন্তর্গত পূর্ব সুয়াবিল ভাঙাদিঘির পাড় তালিমুল ইসলাম বালিকা মাদরাসার পৃষ্ঠপোষক ও মজলিসে শুরার সহ-সভাপতি ছিলেন এবং অত্র মাদরাসার খানকাহে এমদাদিয়ার মাসিক ইসলাহী মাহফিলে তাশরিফ আনতেন।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আজীবন জমিয়তের পৃষ্ঠপোষক ছিলেন। ঢাকায় অনুষ্ঠিত জমিয়তের সভা সমাবেশে উপস্থিত হতেন এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক বক্তব্য প্রদান করতেন।

ষাটের দশকে ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিষ্ঠাকালিন সভা-সমাবেশে সমূহে তিনি শরীক ছিলেন এবং জমিয়ত প্রতিষ্ঠায় অবদান রাখেন। জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হাফেজুল হাদিস আবদুল্লাহ দরখাস্তি রহ. হযরত মাওলানা গোলাম গউস হাজরভী রহ. মুফতী মাহমূদ রহ. হাফেজ মাওলানা আবদুল করীম শায়খে কৌড়িয়া রহ., মাওলানা বশির আহমদ শায়খে বাঘা রহ.,মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ., হযরত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহ., হযরত মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ., মাওলানা মুহিদ্দীন খান রহ.,মাওলানা শওকত আলী রহ., মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহ., মাওলানা হাফেজ জাকের আহমদ রহ., প্রমুখের সাথে কাজ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তিনি কাজ করেন। ১৯৮১ সালে হযরত হাফেজ্জী হুজুরেকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে প্রচেষ্টা চালান।

হজরত মাওলানা নোমান সাহেব রহ. এর খলিফাগণের তালিকা।

১। হজরত মাওলানা আমিরুল ইসলাম ফরহাদাবাদী, শাইখুল হাদিস, ইসলামবাগ মাদরাসা লালবাগ, ঢাকা

২। হজরত মাওলানা মুফতি আবদুল বারি, প্রতিষ্ঠাতা মুহতামিম, শাইখুল হাদিস ও মুফতি, জামেয়া আশরাফিয়া, চিটাগাং রোড, ঢাকা।

৩। হজরত মাওলানা শেখ আহমদ, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম, হাটহাজারী, চট্টগ্রাম।

৪। হজরত মাওলানা মুফতি মোশতাক আহমদ, প্রতিষ্ঠাতা মুহতামিম, মারকাজুল উলুম, মহেশখালী, ককসবাজার।

৫। হজরত মাওলানা আবদুর রজ্জাক জাফরি, শাইখুল হাদিস, মাদরাসা দারুল উলূম, শর্শদী, ফেনী।

৬. হাফেজ মাওলানা মুফতি ফখরুদ্দীন, প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা, ফেনী।

৭। হজরত মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ইসলামাবাদী, প্রতিষ্ঠাতা মুহতামিম, তালিমুল ইসলাম বালিকা মাদরাসা, সুয়াবিল, নাজিরহাট পৌরসভা ফটিকছড়ী, চট্টগ্রাম।

৮। হজরত মাওলানা মুফতি গোলাম রহমান, প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, মাদরাসা দারুল উলুম, খুলনা।

৯। হজরত মাওলানা মুফতি জসীমুদ্দীন, মুফতি ও মুহাদ্দিস, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম।

১০। হজরত মাওলানা আবদুস সাত্তার, সাবেক খতিব, সেটোলমেন্ট প্রেস মসজিদ, তেজগাঁও, ঢাকা।

১১। হজরত মাওলানা মুফতি সদরুদ্দীন, সভাপতি, জমিয়তে উলামা লন্ডন।

১২। হাফেজ এজাজ সফর আলী রহ. মক্কা শরীফ, সৌদী আরব।

১৩। হজরত মাওলানা আহসানুল্লাহ, মুহতামিম, জামেয়া ইসলামিয়া, নারানকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

১৪। হজরত মাওলানা কেফায়তুল্লাহ, শাইখুল হাদিস, জামেয়া ইসলামিয়া, নারানকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

১৫। হজরত মাওলানা মুফতি শামসুদ্দীন জিয়া, মুফতি ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম।

১৬। হজরত মাওলানা আবু তাহের জিহাদী, প্রতিষ্ঠাতা মুহতামিম ও মুহাদ্দিস, জামেয়া এমদাদিয়া, মিরপুর, ঢাকা।

১৭। হজরত মাওলানা শেখ মুজিবুর রহমান, শাইখুল হাদিস, জামেয়া আরবিয়া দারুল উলুম, নতুন বাগ, পূর্ব রামপুরা, ঢাকা।

১৮। হজরত মাওলানা আনোয়ার হোছাইন ফারুকী, প্রতিষ্ঠতা মুহতামিম ও শাইখুল হাদিস, আজিজিয়া ফতেমাতুজ জাহরা বালক-বালিকা মাদরাসা, পূর্বে মাইজভান্ডার, ফটিকছড়ী, চট্টগ্রাম।

১৯। হজরত মাওলানা আশরাফ আলী মিয়াজানী, সাবেক মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, বিশ্বনাথ, সিলেট।

২০। হজরত মাওলানা রেজাউল করীম কাসেমী, মুহতামিম, মাদরাসা হোসাইনিয়া, দক্ষিণখাচ, সিলেট।

২১। হজরত মাওলানা ফারুক আহমদ, নাজেম, খানকায়ে আমিনিয়া, সদর সিলেট।

২২। হজরত মাওলানা রহমতুল্লাহ, মুহাদ্দিস, হরিপুর মাদরাসা, সিলেট।

২৩। হজরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি কাসেমী, শিক্ষক, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ, মিরপুর, ঢাকা।

২৪। হজরত মাওলানা মাহবুব, শাইখে বাঘা হজরত বশির আহমদ রহ.এর নাতী, সিলেট।

২৫। হজরত মাওলানা মুফতি তৈয়ব কাসেমী, প্রতিষ্ঠাতা মুহতামিম ও মুহাদ্দিস, হজরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, মাদার্শা, হাটহাজারী।

২৬। মাওলানা মুফতি মনজুর রশিদ আমিনি, মুহাদ্দিস, খেলাফত বিল্ডিং মাদরাসা, সিলেট; শাইখে কাতিয়া হজরত আমিন উদ্দীন রহ. এর নাতি।

২৭। হজরত মাওলানা ইলিয়াস আমিনি, খলিফায়ে মাদানী কিশোর গঞ্জ।

২৮। মৌলভী হাবীবুল্লাহ মাস্টার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

২৯। হজরত মাওলানা আসাদ হোসাইনী, মুহাদ্দিস, দারুল উলুম, রামপুরা, বনশ্রী, ঢাকা।

৩০। হজরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুহতামিম ও মুহাদ্দিস, দারুল উলুম, পূর্ব রামপুরা, ঢাকা।

৩১। হজরত মাওলানা হাফেজ গোলাম মুহিউদ্দীন ইকরাম কাসেমী, প্রতিষ্ঠাতা মুহতামিম ও মুহাদ্দিস, জামিয়া আরবিয়া দারুল উলুম, নতুনবাগ, পূর্ব রামপুরা, ঢাকা।

৩২। হজরত মাওলানা আবদুর রহমান, মুহতামিম, সোলতানিয়া মাদরাসা, মিরশরাই, চট্টগ্রাম।

৩৩। হজরত মাওলানা ফয়জুল হক, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম।

৩৪। হজরত মাওলানা ফজল, মুহতামিম, কালাপানিয়া মাদরাসা, সন্দ্বীপ, চট্টগ্রাম।

৩৫। হজরত মাওলানা শফিকুর রহমান, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম।

৩৬। হজরত মাওলানা আবদুল্লাহ আলমামুন, লক্ষ্মীপুর (কাশ্মীর প্রবাসী)

৩৭। হজরত মাওলানা ইয়াহইয়া সিলেটী, সাবেক শিক্ষক, জামিয়া নারানকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

৩৮। হজরত মাওলানা হাবীবুর রহম ফতেয়াবাদী, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

৩৯। হজরত মাওলানা সাঈদ আহমদ, ইমাম, চৌধুরী বাড়ি জামে মসজিদ, গোবিন্দজগঞ্জ, সুনামগঞ্জ।

৪০। মৌলভী আনোয়ার হোসেন (মাস্টার সাহেব), শিক্ষক, দারুল উলুম, মতিঝিল, ঢাকা।

৪১। হজরত মাওলানা নাঈম আহমদ, ফাজেল, মতিঝিল মাদরাসা, ঢাকা।

৪২। হজরত মাওলানা মোজাহেরুল ইসলাম, ঢাকা, (হুজুরের নাতিন জামাতা)।

৪৩। হজরত মাওলানা মনোয়ার হোসেন, ফাজেল, মতিঝিল মাদরাসা, ঢাকা।

৪৪। হযরত মনওয়ার হোসেন। ফাজেলে মতিঝিল দারুল উলুম ঢাকা।

৪৫। হজরত মাওলানা আবদুল্লাহ, মিরপুর-২, ঢাকা (হুজুরের জামাতা)।

লেখক: সহ-সভাপতি-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ