শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

'সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নেত্রী হিসেবে অং সান সু চির কিছু কর্মকাণ্ড দুঃখজনক কিন্তু তার নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না বলে জানালেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন।

নোবেল জয়ীদের ছেলেবেলা

গত শুক্রবার সুইডেনের রাজধানী স্টোকহোমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
লার্স হেইকেনস্টেন বলেন, বিচারকরা সু চির তখনকার কর্মকাণ্ডের ভিত্তিতে তাকে নোবেল পুরস্কার ভূষিত করার সিদ্ধান্ত নেন। তাই পরবর্তী কোনও ঘটনার জন্য এই পুরস্কার কেড়ে নেয়ার কোনও মানেই হয় না।

তিনি বলেন, পুরস্কার পাওয়ার পরে নোবেল বিজয়ীদের অনেকেই এমন কিছু করেছেন যেগুলো আমরা অনুমোদন করতে পারি না। ভবিষ্যতেও করবে। আমরা এগুলোকে ঠিক না বললেও এড়িয়ে যাওয়া অসম্ভব।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, মিয়ানমারে সু চি কী করছেন আমরা দেখেছি এবং সেগুলো প্রশ্নবিদ্ধও হয়েছে। এসবের দায় অবশ্যই তার। আর এক্ষেত্রে আমরা মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছি, যেটা আমাদের মূল বিষয়গুলোর একটি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের কারণে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করতে কানাডার সংসদ সদস্যরা ভোট দেন। এর আগে ২০০৭ সালে সু চিকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ