আওয়ার ইসলাম: ২০১৬ সালের ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডে জুমার নামাজের ইমামতি করিয়ে সংবাদের শিরোনামে আসে বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয় মসজিদের ইমাম অনুপস্থিত থাকায় তিনি সেখানে জুমার নামাজের ইমামতি করেছিলেন।
গুগল থেকে জুমার নামাজের খুতবা বের করেন। পরে মেহরাবে দাঁড়িয়ে তা আরবিতেই পাঠ করেন মাহমুদুল্লাহ। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
এবার তরুণ এ ক্রিকেটাv সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। আপনারা সকলেই জানেন, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে একটি বাঘের ছবি থাকে। খেয়াল করলেই দেখতে পারবেন রিয়াদের এর প্র্যাকটিস জার্সিতে টেপ মারা।
এই কিট জার্সি পড়ে তিনি নামাজ পড়েন বলেই বাঘের ছবিটাকে টেপ দিয়ে ঢেকে দিয়েছেন। ইসলাম ধর্ম মতে গায়ের পোশাকে কোন জীব জন্তুর ছবি থাকলে নামাজ হবে না।
তবে মূল জার্সিতে টেপ মারেন না, কারণ মূল জার্সিটা পড়ে রিয়াদ নামাজ পড়েন না। নামাজের সময়ে ওই জার্সিটা গায়ে থাকেনা তার।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী
আরএম/