শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইমাম-মুসল্লিদের আপত্তিতে বন্ধ হলো ‘জান্নাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে স্থানীয় ইমাম ও মুসল্লিদের আপত্তির মুখে সাতক্ষীরায় জান্নাত নামের একটি ছবির প্রদর্শনী বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা থেকে এই শো শুরু হবার কথা ছিল।

জানা যায়,  ১৪ সেপ্টেম্বর থেকে শো চলবে বলে ঘোষণা দিয়েছিল হল কর্তৃপক্ষ। স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিদের অনুরোধে স্থানীয় পুলিশ প্রসাশন আজ সকালে পুলিশের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, জেলার অনেক মুসল্লি এই ছবির বিষয়ে আপত্তি তুলেছেন। তারা বলেছেন জান্নাত একটি পবিত্র ইসলামী নাম। জান্নাত নামের আড়ালে কোনো অশোভন অশ্লীল চিত্র দেখানো হলে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। জেলার বেশ কয়েকটি মসজিদের ইমামও বলেছেন একই কথা।

পুলিশ সুপার বলেন, ছবিটি ছাড়পত্র পেয়েছে সত্য। কিন্তু স্থানীয় কিছু ব্যাপার তো থাকেই। ফলে মুসল্লিদের কথায় সম্মান দিয়ে আমরা সিনেমা হল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি ছবিটির শো বন্ধ রাখতে। তারা আমাদের অনুরোধ করে জান্নাত বন্ধ রেখেছেন।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ