সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মাত্র একটি বাক্যে উভয় জগতে কল্যাণের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমরা যখন পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তখন কীভাবে চাইব, কী চাইব, কোনটি আগে চাইব- এমন নানা প্রশ্ন ঘিরে ধরে। এমন ভাবনার সঠিক দিশা রয়েছে হাদিসে। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে সংকলন করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ব্যাপক অর্থপূর্ণ বাক্য ব্যবহার পছন্দ করতেন। এছাড়া অন্য বাক্যগুলো এড়িয়ে যেতেন।’ (হাদিসটিকে শায়খ আলবানি সহিহ বলেছেন।)

আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ আউনুল মাবুদে শায়খ আজিমাবাদি (রহ.) বলেন, ‘অর্থপূর্ণ বাক্য মানে দুনিয়া-আখিরাত উভয় জাহানের কল্যাণ সংক্রান্ত দোয়া করতেন। যে দোয়ার শব্দ হত কম, কিন্তু অর্থ হত ব্যাপক। যেমন আমরা দেখি কুরআনের (নিম্নোক্ত) আয়াতে এবং হাদিসে দুনিয়া-আখিরাতের সুস্থতার দোয়ায়।’

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, আনাস (রা.) বলেন, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হত কুরআনের (নিম্নোক্ত) আয়াত। ইমাম মুসলিম আরও যোগ করে বলেন, আনাস (রা.) নিজেও যখন দোয়া করতেন, এ দোয়া তিনিও উচ্চারণ করতেন।

দোয়াটি হলো :

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিলআখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার

অর্থ : আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। (সূরা বাকারা, আয়াত : ২০১)

আরও পড়ুন: দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ