শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

‘নতুন ধারার কোনো তাবলিগকে আসতে দেয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী, মঈনুদ্দীন তাওহিদ
অনুষ্ঠান থেকে

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেন, আমি ছোট মানুষ। এখানে উপস্থিত আছেন দেশের বড়বড় উলামায়ে কেরাম। সবাই যার যার বক্তব্য পেশ করেছেন। আমি দোয়া করি উলামায়ে কেরামের হায়াত আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুন।

উলামারা নবীদের ওয়ারিশ। আজ হাজার মাদরাসা মসজিদে এরা এলেমের খেদমত করছে।

শনিবার (২৮ জুলাই) রাজধানী ঢাকার মোহাম্মদপুরে তাবলিগ জমাতের সংকট নিরসনে আয়োজিত ওয়াজাহাতি জোড়ে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেওবন্দের কথা বলি আমরা। নবীজির লাঠির রেখার ওপর প্রতিষ্ঠত দারুল উলুম দেওবন্দ। আমাদের সবকিছু যেন ফতওয়া মোতাবেক হয়। দেওজন্দের ফতওয়াকে ভিত্তি করেই উলামারা কথা বলেছেন। তাবলিগের তিন মুরুব্বি যে উসুলে কাজ করেছেন কেয়ামত পর্যন্ত সে উসুলেই চলবে।

তিনি বলেন, ওয়াজের সব মজলিসে বক্তরা তাবলিগের এ উসুলের কথা প্রচার করুন। আমরা আলেমদের কথামতো চলব। তাবলিগের কাজ করব। অন্য কারো কথা মানব না, আমল করব না। যিনি আলেম না, তিনি কোন মাজহাব বানালে আপনারা তার কথা শুনবেন না। এই আলেম ওলামা যারা বাংলার সিংহ আপনারা তাদের কথা শুনবেন।

তিনি আরো বলেন, এ কাজ উলামাদের থেকে এসেছে, এখনো একাজের মুরুব্বি হবেন উলামায়ে কেরাম। যারা আলেমদের অপমানিত করেছে। মারধর করেছে। আমরা উলামারা মার খেতে পারব। এখানকার মুফতিয়ানে কেরাম আমাদের মারলেও সহ্য করব। কিন্তু যারা মূর্খ, কিছু জানে না তাদের মার কেন খাব। তাবলিগ তো আদব শেখার জন্য। যাদের আদব নেই তাদের তাবলিগ কিসের।

আল্লামা আহমদ শফী বলেন, নবী সা. দীন হলো একে অন্যের মঙ্গল কামনার নাম। আল্লাহ, আল্লাহর রাসূল, আলেমদের মঙ্গলকামনার নাম দীন। এক. আল্লাহর মঙ্গল কামনা মানে কুরঅান মানা। দুই. রাসূলের মঙ্গলকামনা মানে রাসূলের সব কথা মানা।

সবার কাছে ওয়াদা নিতে চাই, আপনারা আপনাদের ঘরের সদস্যদের নামাজি বানান। সবাই দাড়ি রাখুন সুন্নত তরিকায়। যদি নবীর সুপারিশ পেতে চান। না হয় নবীজি সা. কেয়ামতের সুপারিশ নিতে গেলে বলবেন, তুমি আমার মুখের সঙ্গে শত্রুতা করেছ। তুমি কোন ইহুদি নাসারা আমি চিনি না। সবাই সুন্নতের কিতাব কিনে আমল করুন।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক বলেন, তাবলিগও উলামায়ে কেরাম, আওলিয়ায়ে কেরামের কথা মতো করবেন। সবাই গ্রামে গ্রামে জামাত নিয়ে বের হোন। যাতে অন্য কোনো নতুন তাবলিগ শুরু হতে না পারে। মাদরাসা বন্ধ দিয়ে হলেও তাবলিগে বের হতে হবে উলামাদের। নতুন নতুন যারা বিভিন্ন কথা বলছে তাদের কথা মানা যাবে না।

জোড়ে জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা আশরাফ আলী, জামিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহাতামিম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, মুফতি এনামুল হক, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি ওবায়দুল্লাহ ফারুক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, উত্তরা আল মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়াতুল্লাহ আযহারীসহ বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান ও জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবদুল হালিম বুখারির প্রতিনিধিগণ তাদের পাঠানো চিঠি পাঠ করেন।

জোড়ের আরও খবর

তাবলিগ বিষয়ে মোহাম্মদপুরের ওয়াজাহাতি জোড়ে ৬ সিদ্ধান্ত
ভুল ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব: মুফতি মনসূরুল হক
আলেমরা গীবত করেন না নসিহত করেন: মাওলানা আবদুল মালেক
‘নিজামুদ্দিন-রায়বেন্ড নয়, বাংলাদেশের আলেমদের মতেই এদেশের তাবলিগ চলবে’
ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত মোহাম্মদপুর
মোহাম্মদপুরে শুরু হয়েছে ওয়াজাহাতি জোড়

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ