বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

লন্ডনে মাদীনাতুল খাইরীর কুরআন কনফারেন্স ও সম্মাননা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে বিশ্ব ব্যাপী কুরআনুল কারিম এর খিদমতে অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান ও আজমতে কুরআন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে বিকাল ৭ টায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ সভাপতিত্ব করেন।

টিভি উপস্থাপক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের শীর্ষ আলেম শায়েখ মাওলানা আসগর হোসাইন, এশায়াতুল ইসলাম ফোর্ডস্কয়ার এর শায়খুল হাদীস শায়েখ মুফতি আব্দুর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ আহমদ খান, জামেয়া ইসলামীয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক, মাজাহিরুল উলুম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, ঐতিহ্যবাহী বরুনা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ বদরুল আলম হামিদী, টাওয়ার কাউন্সিল এর ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, আশরাফুল উলুম বার্মিংহাম এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, ইক্বরা উর্দু টিভির সিও মাওলানা রাইয়্যান মাহমুদ, ইক্বরা বাংলা টিভির সিও হাসান হাফিজুর রহমান, চ্যারিটি বিভাগের প্রধান আ স ম মাসুম, জহিরুল ইসলাম শাহীন, মাওলানা শাহনুর মিয়া, কমিউনিটি ব্যাক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, লেখন আবু সুফিয়ান চৌধুরী, শিক্ষাবীদ ড. আবু বকর প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত মাওলানা ফজলুল হক কামালী, মাইল্যান্ড মসজিদে ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন, খিদমাহ একাডেমি মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়েখ নাজিম উদ্দিন, মাদীনাতুল খাইরী আল ইসলামীর সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাস্টার ফজল উদ্দিন, ট্রেজারার আলহাজ্ব সেলিম মিয়া, বিশিষ্ট আলেম মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, মাওলানা মুছলেন উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা সৈয়দ নাইম আহমদ, মাস্টার আমীর উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা মুহিউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী।

কনফারেন্সে শুরুতে পবিত্র কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আল আমীন।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেছেন, কুরআনের কারণে একজন মানুষ দুনিয়ার ও আখেরাতে সম্মানিত হতে পারে। কুরআন মহান আল্লাহ রাব্বুল আলামীন এর কালাম। কুরআনে কারিম এর তিলাওয়াত ও অনুসরণ করার মাধ্যমে মানুষ মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তাই আমাদের সবাইকে কুরআনের শান্তিময় ছায়া তলে সমবেত হতে হবে।

কনফারেন্সে বিশ্বব্যাপী কুরআনুল কারিম এর খিদমতে অবদান রাখার জন্য বৃটেনের ৫টি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে মাদীনাতুল খাইরী আল ইসলামীর প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ সংস্থার শিক্ষা, চিকিৎসা,মানবতার খেদমত, কুরআনে প্রচার ও প্রসার সহ বিভিন্ন কার্যক্রম উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

তিনি উপস্থিত সবাইকে মাদীনাতুল খাইরী আল ইসলামীর পক্ষ থেকে বাংলা ও ইংরেজি অনুবাদকৃত কুরআন হাদীয়া প্রদান করেন এবং আগামী দিনে এ জাতীয় কর্মসূচির আয়োজন ও বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন।

লন্ডনে প্রথম মসজিদ নির্মাণকারী হাজী মোহাম্মদ ডোলি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ