বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনায় বসছে বলে খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা) এ সভা অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মিজ্ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার রোহিঙ্গা সঙ্কট ইস্যুটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন বলেও জানা যায়।

সভায় জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের একজন কর্মকর্তা বলেন, সভায় মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করা হবে।

বৈঠকটি হবে রুদ্ধদ্বার। এতে অন্য কোনো দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, মহাসচিবের বিশেষ দূত, নিরাপত্তা পরিষদের প্রতিনিধি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মিয়ানমার ও বাংলাদেশ সফর করেছেন।

তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে যা প্রত্যক্ষ করেছেন তা নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন এ বৈঠকে।

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ