সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বুকে ব্যথা উঠলেই হার্ট অ্যাটাক মনে করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুকে প্রচন্ড ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন হেল্থ প্রবলেমের কারণে বুকে ব্যথা করছে বা শরীরের বাঁ দিকে ব্যথা করছে। আজকে সেইরকমই কিছু হেল্থ প্রবলেম নিয়ে আলোচনা করবো ।

Frozen Shoulder : মাঝে মাঝেই ফ্রোজন শোল্ডারকে হার্ট অ্যাটাক বলে ভুল করা হয়। এই ক্ষেত্রে প্রচন্ড ব্যথা আর স্টিফনেস অনুভব হয় কাঁধে। লিগামেন্টস নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা হয়ে থাকে। ওষুধ খেয়ে বা সার্জারির সাহায্যে এটা ঠিক করা যায়।

Cervical Spondylosis : এটা হলে বাঁ হাতে প্রচন্ড ব্যথা হয় | ফলে অনেকেই মনে করেন হার্ট অ্যাটাক হয়েছে।এই ব্যথা হওয়ার কারণ গলার পেশীর ইনফ্ল্যেমেশন | এই রোগ একবার হলে সারানো মুশকিল। তবে সঠিক ব্যায়াম বা যোগা করলে অনেকটা কমবে ।

Osteochondritis : পাঁজরের ইনফ্ল্যেমেশন হলে হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে।ফলে একে অনেকেই হার্ট অ্যাটাক বলে ভুল করে ।

বদ হজম আর বমি : অ্যাসিডিটির কারণে বুক জ্বালা বা বুকে মারাত্মক ব্যথা হতে পারে | সঠিক ব্যায়াম‚ ঠিক মতো খাওয়াদাওয়া করলে সেরে যায়। তবে না সারলে অবশ্যই ডাক্তারের কাছে যান।

বদহজমের সঙ্গে ঘাম : ডায়বেটিস হলে রক্তে চিনির মাত্রা হঠাৎ করেই কমে যেতে পারে‚ ফলে প্রচন্ড ঘাম হয়।| এর সঙ্গে যদি বদহজম হয় তাহলে বুকে ব্যথা এবং ঘাম একসঙ্গে হবে। আর আপনি একে হার্ট অ্যাটাক বলে ভুল করবেন।

একটা কথা মনে রাখতে হবে‚ বুখে ব্যথা করলে‚ তা সে যে কারণেই হোক না কেন ডাক্তারের কাছে যাওয়া উচিত।

আরও পড়ুন : হার্ট অ্যাটাক হলে দ্রুত এই ৪টি কাজ করুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ