আওয়ার ইসলাম: বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশ আকাশসীমা লংঘন করে প্রায় দেড় কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে আলীকদম সীমান্তের ইয়ংরায় পাড়া এলাকায় ৬৭ ও ৬৮ নাম্বার সীমান্ত পিলারের কাছ দিয়ে প্রায় দু'হাজার ফুট উপর দিয়ে হেলিকপ্টারটি বাংলাদেশ সীমানা লংঘন করে দেশের দেড় কিলোমিটার ভিতরে প্রবেশ করে।
৩০ সেকেন্ডের মতো এটি বাংলাদেশের সীমান্তের উপর দেখা যায়। তারপর পুনরায় মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়।
তাৎক্ষনিক বিষয়টি নিশ্চিত হওয়া না হওয়া গেলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে সীমান্তের ওপারে মিয়ানমারের কোনো সীমান্তরক্ষীর ক্যাম্প নেই।
মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান