সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

একে পার্টি কেন বারবার জিতে? সিএইচপি কেন বারবার হারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফিজুর রহমান

গত ১৬ বছর ধরে তুরস্কের নির্বাচনে একে পার্টি টানা জয় পেয়েছে আর সিএইচপি টানা হেরেছে। এই হার-জিতের বিশ্লেষনে তুরস্কের হুরিয়্যাত পত্রিকার কলাম লেখক আহমেদ হাকান চমৎকার কিছু পয়েন্ট তুলে এনেছেন-

একে পার্টি কেন বারবার জিতে?

১. নির্বাচনে প্রাপ্ত ভোটে কখনো সন্তুষ্ট হয়না। (অর্থাৎ, আরো বেশী পেতে পারতাম/ বেশী পাওয়ার দরকার ছিল)

২. একদম কিছু ভোট হারালেও এটাকে বড় করে দেখে/ বড় ঘটনা হয়ে যায়।

৩. নির্বাচনের পর "কোথায় ভুল করেছি" সেটার উত্তর খুজে।

৪. প্রতি দুজনের মধ্যে একজনের ভোট পেলেও (অর্থাৎ ৫০% ভোট পেলেও) "আমরা কি জনগন থেকে দূরে সরে যাচ্ছি" এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করে।

৫. রাজনীতিতে একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ভোট, এটা তারা জানে।

৬. একটি নির্বাচনের পরই আরেকটি নির্বাচনের ক্যাম্পিং শুরু করে।

৭. (আগামী) মার্চের (স্থানীয় সরকার) নির্বাচনের জন্য আগামীকালই মনে হয় নির্বাচন এরকম ভেবে/ মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে।

সিএইচপি কেন বারবার হারে?

১. নির্বাচনের প্রাপ্ত ভোটে খুশি হয় এবং মেনে নেয়। (অর্থাৎ, যা পাইছি অনেক)

২. বিশাল ভোট হারালেও কোন ঘটনা হয় না।

৩. "কোথায় ভুল করেছি" এই প্রশ্ন উত্থাপনের প্রয়োজনই মনে করেন/ এ ধরনের কোন আলোচনাই হয়না।

৪. "কেন, সঠিক কাজটি করতে পারি নাই", "জনগন কেন আমাদের দূরে সরিয়ে দিচ্ছে" এ ধরনের প্রশ্নগুলোর উত্তর খোজার চিন্তা মাথাতেই আসে না।

৫. রাজনীতিতে ভোটের গুরুত্ব এখনো তারা বুঝতে পারে নাই।

৬. নির্বাচনের ক্যাম্পিংয়ের ব্যপারটি ভোটের একমাস আগে মাথায় আসে।

৭. (আগামী) মার্চের নির্বাচন সম্ভবত হবেইনা এরকম আচরণ করে।

তুর্কি ভাষায় মূল আর্টিক্যাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ