সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

জন্ডিস চিকিৎসায় হোমিওপ্যাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

জন্ডিস আমাদের সকলের কাছে একটি বহু পরিচিতি শব্দ।আর কারণে,অকারণে,বুঝি আর না বুঝি,আমরা এই কথাটি ব্যবহার করে থাকি।

বিশেষ করে সবচেয়ে খারাপ অবস্হা বোঝাতে আমরা বলে থাকি-কেসর্টি একেবারে জন্ডিস।কিন্তু এখানে কেস জন্ডিসের কথা বলা হচ্ছে না,বলা হচ্ছে রোগ জন্ডিসের কথা।

এই জন্ডিস আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি,যেমন গ্রামবাংলায় কেউ বলেন কামলা,কেউ বলে ন্যাবা,কেউ বলে পান্ডুরোগ,কিন্তু এর বৈজ্ঞানিক নাম ইকটেরাস অর্থাৎ ইকটেরাস মানেই জন্ডিস।

কিন্তু শুনলে অবাক হবেন জন্ডিস প্রকৃতপক্ষে কোন রোগ নয়।অন্য রোগের বর্হিপ্রকাশ মাএ।কারণ যে কোণ কারণে লিভার বা যকৃতের ক্রিয়ার বিকৃতি ঘটলে জন্ডিসের লক্ষণ গুলি প্রকাশ পায়।

যে কোন কারণে লিভারের কোষ থেকে উৎপন্ন পিওরস বা বাইল বাধাপ্রাপ্ত হয়ে পিওনালী দিয়ে ঠিকমত বেরিয়ে ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে (গ্রহনীতে) এসে পড়তে না পারলে,তা রক্তে মিশে যায় এবংঅতিরক্ত মাএায় এটি রক্তে জমতে থাকলে,রক্তস্রোতের মাধ্যমে দেহের চর্ম,চোখ,নখ,মৃএ ইত্যাদি সর্বএ ছড়িয়ে পড়ে এবং ঐ সকল হলদে দেখায়,একেই জন্ডিস বলে।

সাধারণত: হেপাটাইটিস বা লিভারের প্রদাহ,সিরোসিস অফ লিভার পিওকোষ প্রদাহ বা কোলেনজাইটিস, পিওপাথুরী বা গলস্টোন,লিভারের ক্যান্সার বা টিউমার এবংহিমোলিসিস বা রক্ত কণিকা ধবংস সংক্রান্ত রোগ প্রভৃতিতে জন্ডিস হতে দেখা যায়।

হোমিওপ্রতিবিধান,হোমিওপ্যাথি কোন রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে।ডা. হানেমান বলিয়াছেন যে কোন রোগ হোক না কেন ঔষধ নির্বাচন করিবার পূর্বে দুইটি জ্ঞান চিকিৎসকের থাকিবার কথা বলিয়াছেন- লক্ষণ সমষ্টি সম্বন্ধে জ্ঞান এবং ঔষধের উৎপাদনকারী লক্ষণ সমষ্টির জ্ঞান।তাহা হইলেই জন্ডিস,হেপাটাইটিস বি ভাইরাস,এস বি এইচ (-)(+)দ্বারা আক্রান্ত রোগীসহ যে কোন রোগীদের আরোগ্য করা আল্লাহর রহমতে সম্ভব।

জন্ডিস রোগীদের লক্ষণের যেইসব ঔষধ প্রাথমিক ভাবে আসতে পারে,ব্রাইয়োনিয়া,চেলিডিনাম,নাক্স ভোম,চায়না,মার্ক সল,আর্সেনিক আয়োড,হাইড্রাস,লেপ্টেন্ডা,লাইকো,মার্ক ডাল,সিয়ানোথাস,নেট্রাম সালফ,থুজা সহ অনেক মেডিসিন লক্ষনের উপর আসতে পারে,তাই অভিজ্ঞ হোমিওচিকিৎসক ছাড়া ঔষধ নিজে নিজে ব্যাবহার করলে রোগ আরো জটিল আকারে পোঁছতে পারে।

লেখক,
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
কো- চেয়ারম্যান,হোমিওবিজ্ঞান গবেষণাওপ্রশিক্ষণ কেন্দ্র
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট
ই- মেইল নং drmazed96@gmail.com
মোবাইল নং 01822869389

গরমে দিনভর সতেজ থাকার ১০ উপায়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ