মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

আইফোনকে হার মানতে বাধ্য করছে যে ফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের বাজারে আসছে আসুসের নতুন ফোন জেনফোন ফাইভ জেড। ২০১৮ সালের শুরুর দিকে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই ফোনটি সর্বপ্রথম প্রদর্শন করে আসুস।

অবশেষে ফোনটি ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি বাজারে আসার খবর মিললো। এই ফোনের দাম ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে হবে। এটি বাজারে আসার পর ওয়ান প্লাস সিক্স এবং হনর টেনের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়েছে।

৬ জিবি র‌্যামের এই ফোনটি ৬৪ ও ১২৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে। ফোনটিতে আছে ১৮:৯ রেশিও 'অল স্ক্রিন ডিসপ্লে’। এর সঙ্গে থাকবে ডুয়েল ক্যামেরা ও লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

এই ফোনটি ৪ জিবি র‌্যাম ভার্সনেও পাওয়া যাবে। ৪ জিবি র‌্যামের ফোনে পাওয়া যাবে ৬৪ জিবি রম। এছাড়াও একটি ভার্সন পাওয়া যাবে ৮ জিবি র‌্যামে।

আইফোন এক্সর মত নচযুক্ত এই ফোনটিতে আইফোন এক্স’র চেয়েও বেশি শক্তিশালী কনফিগারেশন সমৃদ্ধ।

এর পিছনে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল এফ/১.৮ সনি আইএমএক্স ৩৬৩ প্রাইমারি সেন্সর। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সিন ডিটেকশনের ফিচার থাকবে।

আসুস জেনফোন ফাইভ জেড ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। ব্যাকআপের জন্য এতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই ফোনে থাকবে কোম্পানির নিজস্ব আসুস বুস্টমাস্টার এবং এআই চার্জিং টেকনোলজি। কানেকটিভিটির জন্য ফোনটিতে রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।

মেইড ইন বাংলাদেশ ফোরজি ফোন বাজারে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ