বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী আরিফুল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করা চট্টগ্রামের তরুণ মেধাবী আলেমে দ্বীন মাওলানা আরিফুল্লাহ বশির গতকাল শুক্রবার, সকালের দিকে ইন্তেকাল করেছেন।

রাসুল সা. এর পবিত্র শহর আল-মদিনা আল-মুনাওয়ারাতে একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে চির বিদায় নেন তিনি! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

ফেরকায়ে আহলে কুরআন (তথা হাদীছ অস্বীকারকারী) নামক ভ্রান্ত একটি দলের বিরুদ্ধে ইলমি বহছ ও মুনাজারা করতে গিয়ে তিনি গত কয়েকমাস পূর্বে মানসিকভাবে অসুস্থ হয়ে পরেন।
পরবর্তিকালে সুস্থ হয়ে উঠলেও রমজানের শেষের দিকে মক্কাতুল মুকাররমাতে উমরার সফরে থাকাকালীন পুনরায় মানসিক ডিপ্রেশনে অসুস্থ হয়ে পরেন।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল ২২ জুন শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের নামাজের জানাজা আজ শনিবার আসরের নামাজের পর মসজিদে নববীতে অনুষ্ঠিত হয় এবং মাক্ববারায়ে বাক্বীতে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে ১জন স্ত্রী ও চারটি কন্যা সন্তান রেখে যান। তার মৃত্যু সংবাদে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরিচিতজন ও আত্মীয়-স্বজন এবং তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মাদানী ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে তার জন্য মাগফেরাত কামনা করে দোআ করা হয়। আল্লাহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুক এবং কুরআনের এই মহান সৈনিককে শহীদি মর্যাদা দান করুক। আমিন!

উল্লেখ্য; তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সংগঠন ‘মাদানী ছাত্র কল্যাণ পরিষদের’ একজন একনিষ্ঠ কর্মী এবং স্থায়ী পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পবিত্র কুরআন কীভাবে ছাপা হয়? (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ