শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

কেন তরুণরা ফেসবুক থেকে সরে যাচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম 

সামাজিক যোগাযোগের জন্য ১৩ থেকে ১৭ বছরের কিশোর তরুণদের মধ্যে ফেসবুক এখন আর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম নয়। তালিকার প্রথম তিনটির মধ্যেও ফেসবুক এখন আর নেই।এমনটাই দাবি করছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

আমেরিকায় কিশোর তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের অবস্থান এখন চতুর্থ। তবে ৫১ শতাংশ তরুণ-তরুণী এখনও ফেসবুক ব্যবহার করছে। ২০১৫ সাল থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশ কমেছে।

গবেষণায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নয় ইউটিউব, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের প্রতি ঝুকছে তরুণরা

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলছেন, গত বছরের শেষ তিন মাসে ফেসবুক ব্যবহারে ৫ কোটি ঘণ্টা সময় কমেছে। তবে ভিডিওর সংখ্যা কমানোর ফলে এটি হয়েছে বলে দাবি করেন জাকারবার্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের প্রবণতা নিয়ে গবেষণা করেন আমেরিকার কানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুনজিন সো।

কেন তরুণরা ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের দিকে ঝুঁকছে তার কতগুলো কারণ তিনি ব্যাখ্যা করেন- বিভিন্ন বয়সের মানুষ এখন ফেসবুক ব্যবহার করে।

বিশেষ করে তরুণদের বাবা-মা এবং গুরুজনদের অবস্থানের কারণে অনেক তরুণ-তরুণী এই প্লাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগের জন্য অনেকে আর ফেসবুক ব্যবহার করে না।

অনেক তরুণ জানান, তাদের সমবয়সী স্বজদের দেখার জন্য তারা ফেসবুকে ছবি পোস্ট করেন।

ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের ক্রমবর্ধমান জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, এসব প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিওর প্রাধান্য।

তবে তরুণদের মধ্যে ফেসবুকের গ্রহণযোগ্যতা হারালেও, সামগ্রিকভাবে এখনও ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১৮ সালের প্রথম তিন মাসে নতুন চার কোটি ৮০ লাখ মানুষ প্রতিদিন ফেসবুকে ঢুকছে।

তবে তরুণদের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামের মালিকানাও এখন ফেসবুকের হাতেই।

অঅরও পড়ুন : ফেসবুক-ওয়াটসঅ্যাপ ব্যবহারেও কর!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ