সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মসজিদে পত্রিকা পড়া জায়েজ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : আমরা দেখি অনেকেই মদজিদের ভেতরে/বরান্দায় বসে পত্রিকা পড়ে থাকেন, মসজিদের ভেতর পত্রিকা পড়া জায়েজ হবে কি?

উত্তর: পত্রিকায় অনেক নারী-পুরুষের ছবি থাকে এ জাতীয় পত্রিকা মসজিদে ঢুকানো মারাত্মক গোনাহ। তবে প্রাণীর ছবিহীন দ্বীনী পত্রিকা মসজিদে পড়া জায়েজ। অবশ্য মসজিদের বারান্দা ও ছাদ মসজিদের হুকুমে।

সূত্র: রদ্দুল মুহতার: ১/৬৬০

সৌজন্যে : নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ