মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

পাসওয়ার্ড পরিবর্তন করতে টুইটারের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: ৩৩ কোটির বেশি গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করতে অনুরোধ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্ইুটার। প্রতিষ্ঠানটি জানায়, সফটওয়ারে ত্রুটি বা ‘বাগ’র কারণে এই পরিবর্তন প্রয়োজন।

জানা যায়, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলেছেন টুইটার কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, তারা ইতোমধ্যেই এই সমস্যার সমাধান করেছে।

পাসওয়ার্ড পরিবর্তন নিয়ে টুইটারের দাবি, তদন্ত করে যে কারও পাসওয়ার্ড চুরি হয়েছে এমন কোনও আলামত পাওয়া না গেলেও বাড়তি নিরাপত্তা ও সতর্কতার জন্যই এই পরামর্শ দিয়েছে তারা।

তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, কয়েকমাসের জন্য পাসওয়ার্ডগুলো অরক্ষিত ছিল। টুইটার কিছুদিন আগেই সেই ত্রুটি খুঁজে বের করে।

এদিকে, এঘটনায় নিজেদের ব্লগে দুঃখ প্রকাশ করেছে টুইটার। এছাড়া, পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে নিতে বলা হচ্ছে। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকানোও সম্ভব হবে।

আরো পড়ুন- রাতের আঁধারেও যে আমল লুকিয়ে থাকে বান্দার অন্তরে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ