সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ফেনীর শীর্ষ মুরুব্বিগণ অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর ভাগ্যকাশে কালো মেঘের ছায়া, আতঙ্কিত সকল ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান।বিগত দুই বছরে ফেনীর কয়েকজন শীর্ষ মুরুব্বী আমাদের এতিম বানিয়ে চলে গেলেন মাওলার সান্নিধ্যে।

সে ভারাক্রান্ত হৃদয়ের ব্যথা দুরিবত না হওয়ার পূর্বে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বাকি শীর্ষস্থানীয় মুরুব্বীগণ।

১. লালপোলের পীর সাহেব হুজুর হাকীমুল ওলামা আল্লামা মুফতী সাঈদ আহমদ খুবই অসুস্থ।ইতিমধ্যে ঢাকার কয়েকটি বড় বড় হাসপাতালে চিকিৎসা শেষে আশনুরুপ উন্নতি না হওয়াই হযরতের ওসীয়ত অনুযায়ী নিজ প্রতিষ্ঠান জামেয়া সোলতানিয়াতে নিয়ে আসা হয়েছে।

এখন বিশেষ প্রয়োজনীয়তায় ফেনী আল কেমী হাসপাতালে কিছু চিকিৎসা ছাড়া মাদরাসাতেই থাকছেন।

২. ওলামা বাজার মাদরাসা শায়খুল হাদীস ও মুহতামিম বরেন্য আলেমেদ্বীন আল্লামা নূরুল ইসলাম আদিব হুজুরও গত কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়েছেন, এখন ঢাকা শ্যামলী সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

৩. এই দিকে ফেনী জেলার আরেক শীর্ষ মুরুব্বী ফুলগাজীর মুফতি হাবিবুর রহমানও বিগত কয়েকমাস যাবৎ খুবই অসুস্থ। এখন নিজ মাদরাসায় ও বাসায় অবস্থান করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

৪. ফেনীর জামেয়া মাদানিয়ার নায়েবে মুহতামিম জনপ্রিয় ব্যক্তিত্ব মুফতী আহমদুল্লাহও খুবই অসুস্থ। ওনাকেও হাসপাতালে ও মাদরাসায় বার বার আনা নেওয়া করে চিকিৎসা করা হচ্ছে।

বলা যায়, ফেনীর প্রায় শীর্ষ মুরুব্বীগণ অসুস্থ অবস্থায় জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় আমাদের দায়িত্ব হল তাদের সুচিকিৎসা নেক হায়াতের জন্য কান্নাকাটি করে মহান প্রভুর দরবারে দোয়া করা।

আল্লাহ যেনো এই মুরুব্বীদের পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন।

আবদুল্লাহ আল মাসুদ-এর টাইমলাইন থেকে

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ