শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

লাউ এর যত উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: লাউ কে না চিনে। মজাদার স্বাস্থের জন্য উপকারি সবজি খাবার লাউ। জনপ্রিয় সবজিগুলোর মধ্যে লাউ অন্যতম। সুস্বাদু এবং পুষ্টিকর এই সবজিটি ঝোল,নিরামিষ,ভাজি সবভাবেই খাওয়া যায়। শুধু তাই নয়, লাউয়ের খোসা,শাঁস কিংবা পাতাও খেতে সুস্বাদু।

লাউয়ে প্রচুর পরিমানে পানি থাকে। এটা ভিটামিন সি, কে এবং ক্যালসিয়ামের দারুন উৎস। লাউয়ে ক্যালরির মাত্রা খুব কম থাকে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে, কোষ্টকাঠিন্য কমায়।

লাউ ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন, খনিজ এবং আঁশ শরীরে দারুন পুষ্টি জোগায়। বিশেষ করে খালি পেটে লাউয়ের জুস খেলে এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

এতে থাকা ফ্যাট এবং কোলেষ্টেরলের পরিমান খুবই কম। এটা ফাটিগোর মতো রোগ প্রতিরোধ করতে এবং শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

সোডিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস হওয়ায় এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। ডায়বেটিস রোগীদের জন্যও এই সবজিটি উপকারী। কারণ এটি রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে পাকস্থলীর কার্যক্রম ঠিক রাখতে লাউ কার্যকরী ভূমিকা পালন করে। এ কারণে ভেষজ চিকিৎসায় লাউ খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

লাউয়ে শতকরা ৯৬ ভাগ পানি রয়েছে। এ কারণে এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।যাদের প্রসাবে জ্বালা-পোড়ার সমস্যা আছে তাদের নিয়মিত লাউ খাওয়া উচিত। নিয়মিত লাউ খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লাউয়ে প্রাকৃতিক প্রোটিন ও ভিটামিন থাকায় এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে । ত্বকের তৈলাক্ততা সমস্যা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সবজি।

সূত্র : প্রাক্টো

আরো পড়ুন-  যে ৪ খাবারে আয়রন রয়েছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ