শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

৫ বছরে ইসলামী লেখক ফোরাম কতটা সফল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ২০১৩ সাল। সংগঠনটি আগামী কাল ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

৬ এপ্রিল শুক্রবার বাদ জুমা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী সভা।

ইতোমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্মেলন উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ।

অনুষ্ঠানে সারা দেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য ছাড়াও বিশিষ্ট লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে থাকবে অতিথিদের শুভেচ্ছা, সদস্যদের মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে বেশ কিছু প্রতিষ্ঠান।

ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা সফল করতে সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম সদস্য ও সুধীবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর সংগঠনটিতে সারা দেশের তিন শতাধিক লেখক যুক্ত হয়েছেন বলে জানা গেছে। আবেদন করেছেন আরও শতাধিক লেখক।

সংগঠনের কর্মকর্তাদের দাবি, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরমের দীর্ঘ এ পথচলায় সফলতা কতটুকু? এ প্রশ্নের জবাবে লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর আওয়ার ইসলামকে বলেন, যান্ত্রিক এ শহরে কাছাকাছি থেকেও কেউ কারো সঙ্গে দেখা করার সুযোগ পাই না, কুশল বিনিময়ের সময় হয়ে উঠে না। কিন্তু আমরা এ ফোরামের বদৌলতে লেখকদের বছরে অন্তত কয়েকবার এক ছাদের নিচে একত্রিত করতে পারি। আমি মনে করি এ কাজটি আমাদের বিরাট এক সফলতা।

পাঁচ বছরের পথচলায় লেখক ফোরমের সাফল্য সম্পর্কে তিনি বলেন, আমরা চেয়েছিলাম লেখকদের মাঝে একটি বন্ধন তৈরি করতে। আমরা সে পথে অনেকটা এগিয়ে।

তিনি বলেন, লেখক ফোরাম লেখক তৈরিকে বিভিন্ন কর্মশালা, সাহিত্য ভ্রমণসহ মৌলিক অনেক বিষয়ের উপস্থাপন করেছে মানুষের সামনে। যাতে উপকৃত হয়েছে নবীন ও তরুণ লেখকরা।

তবে এ সম্প্রীতিতে ফাটল সৃষ্টির জন্য বিভিন্নভাবে অনেকে চেষ্টা করছে। আমি তাদের বলব, আপনারা আমাদের সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করুন, দয়া করে আমাদের পথ রোধ করবেন না।

সমাজের জন্য লেখক ফোরামের ভূমিকা কেমন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোরামের  লেখকরা তাদের লেখার মাধ্যমে সর্বদাই সমাজের বিভিন্ন চিত্র তুলে এনে কল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছেন। সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরছেন, তাদের সচেতন করছেন।

চলতি বছর লেখক ফোরাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাহিত্য ভ্রমণের আয়োজন করেছিল। দেখুন সে অনুষ্ঠানে একটি মজার ভিডিও

দীর্ঘ এক বছরে তার সভাপতিত্বের সময়টুকু কেমন কেটেছে? কী চেয়েছেন আর তা কতটুকু পেয়েছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক কিছু চেয়েছিলাম। কিন্তু সময় সুযোগ অনুকূল না হওয়ায় তা পূরণ হয়নি। আবার অনেক না চাওয়া বিষয়গুলোও প্রভুর কৃপায় পূরণ হয়েছে।

তবে হতাশ হওয়ার মতো কিছু নেই বলে জানালেন জহির উদ্দিন বাবর। বলেন, ইনশাআল্লাহ সামনের সময়গুলোতে ফোরামকে নিয়ে মনের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করে যাব।

আরও পড়ুন: বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত

-রোরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ