শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

তাবলিগ ইস্যুতে ওলামাদের প্রতি আল্লামা আশরাফ আলীর ৪ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

তাবলিগের চলমান সংবকট নিরসনের লক্ষ্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ওলামায়ে কেরামের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করেছেন।

তিনি বলেন, তাবলিগের চলমান সংকট থেকে দেশবাসী ও জাতিকে বাঁচিয়ে রাখার চিন্তা-চেতনা আমাদের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে, সেই চেতনা এখন থেকে আরো বৃদ্ধি করতে হবে।

আজ রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কে তাবলিগের চলমান সঙ্কট নিরসনে উলামা জোড় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ আবেদনগুলো পেশ করেন।

আবেদন চারটি হলো -

এক. মাওলানা সাদের আপত্তিকর সব বক্তব্য এবং মতবাদ  সবার জানতে হবে। যারা জানেন না তাদেরও জানাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে।  আপত্তিকর বিষয়গুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে।

দুই. জামাত ও তাবলিগের সঙ্গে আলেমদের আগের চাইতে দশগুণ বেশি সম্পৃক্ততা বাড়াতে হবে। কয়েকগুণ বেশি সময় ব্যয় করতে হবে।

তিন. সংকট নিরসনের জন্য  বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদকে মুফসিদিনমুক্ত করতে হবে।

চার. দাওয়াত ও তাবলিগের কাজকে ওলামায়ে কেরামের নেতৃত্বে নিয়ে আসতে হবে।

এসময় তিনি দাওয়াত ও তাবলিগের মহান কাজকে বেগবান করতে এবং চলমান সংকট নিরসনে ওলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মহান কাজকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে এবং চলমান সংকট নিরসন করতে হলে ওলামায়ে কেরামকে ষোল আনা সহযোগিতা করতে হবে।

এখনই সাবস্ক্রাইব করুন

জোড়ে উপস্থিত ছিলেন,, মাওলানা ফজলে রাব্বি জুনায়েদ জানান, জোড়ে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদাবাদ জামিয়ার মুহাতিমম ও শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ফরিবাদ জামিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতী ফয়যুল্লাহ, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী সাইফুল ইসলাম (বড় কাটারা মাদরাসা) প্রমুখ।

আরও পড়ুন : তাবলিগ বিষয়ে উলামা জোড় চলছে; আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উলামা জোড়ে নেয়া গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত বিস্তারিত আসছে...


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ