সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৬ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : বৃহত্তর ময়মনসিংহের নারীদের অন্যতম দীনি প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় মাদরাসা মিলনায়তে খতমে বুখারী অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ হাদীসের দরস প্রদান করেন জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম ময়মনসিংহের প্রিন্সিপাল মাওলানা আবদুর রহমান হাফেজ্জী

১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল মাদরাসাটি বর্তমানে এর ছাত্রী সংখ্যা নয়শতাধিক এ বছর তাকমিল শেষ করলেন ৪৫ জন ছাত্রী।

সূচনাকাল থেকেই মাদরাসাটি বেফাকুল মাদারিসসহ সকল শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সম্মেলিত মেধা তালিকায় শীর্ষস্থানে রয়েছে

খতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামার মজলিশে আমেলার সভাপতি শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মাওলানা লাবীব আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসাটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নিয়মকানুন আমল আখলাকসহ লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ্ অনেক ভালো।

নিজের হাতের গড়া প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে মাওলানা লাবীব আব্দুল্লাহ আরো বলেন, আমার খেদমতকাল থেকে শুরু করে যতগুলো আসাতিজায়ে কেরামগণকে দেখেছি, তারা সবাই অনেক পরিশ্রমী।

তিনি শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধিরও জোর দাবী জানান।

উল্লেখ, মাওলানা লাবীব আব্দুল্লাহ দীর্ঘ ১৫ বছর এ মাদরাসার শিক্ষা সচিব ছিলেন।

ইমাম বুখারীর দেশে; আল্লামা তাকি উসমানি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ