বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮ ফাল্গুন ১৪৩১ ।। ১৩ রমজান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের মন্তব্য বিভ্রান্তিকর : রফিকুল আলম আছিয়ার মৃত্যুতে এনসিপি নেতাদের শোক ও জড়িতদের শাস্তির দাবি ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় নিহত হলেন সৌদি প্রবাসী মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ও জড়িতদের শাস্তির নির্দেশ জাতীয় হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  মাগুরার সেই শিশুটি ইন্তেকাল করেছে ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব প্রত্যাহারকে স্বাগত জানাল হামাস সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের ইফতার মাহফিল রামু রাজারকুলে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্সের উদ্বোধন

'একাত্তরে বিভিন্ন মাদরাসা মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্র ছিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মুগদায় অবস্থিত জহিরুদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ‘পূনর্মীলণী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা’র আয়োজন করে।

সোমবার (২৬ মার্চ) মাদরাসার মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলহাজ হাফেজ মুফতি যুবায়ের আহমাদের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মুফতি যুবায়ের আহমাদ বলেন, আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাদরাসার বিশেষ এই আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একাত্তরে গণমানুষের সঙ্গে এ দেশের আলেম-ওলামাগণও মুক্তিযুদ্ধের সহযোগিতায় ছিলেন। তাদের এ ইতিহাস মিশে আছে এদেশের মাটির সঙ্গে। একাত্তরে বিভিন্ন মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয়কেন্দ্র।

এসময় তিনি শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার সভাপতি আলহাজ হুমায়ুন কবির, সেক্রেটারি মজিবুর রহমান আকন্দ, মাওলানা উমায়ের, মাওলানা মুফাজ্জল, মাওলানা জুবায়ের ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ