শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একশ্রেণির অসাধু ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, একশ্রেণির অসাধু ব্যক্তি তাঁর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে কয়েক দিন ধরে মানুষের কাছে চাঁদা দাবি করছে। এরই মধ্যে দুজন ব্যক্তি তাঁর কাছে অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক জানান, যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তবে তার বা তাদের আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোস্ট দিয়েছেন।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে জেলা প্রশাসক লিখেছেন, ‘এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একশ্রেণির অসাধু চক্র আমার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক অনুদান দাবি করেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে।

জেলা প্রশাসক, গাজীপুর-এর নাম ব্যবহার করে যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে কোনো প্রকার চাঁদা অথবা অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই-মেইলে অথবা ইনবক্সে অথবা এনডিসি গাজীপুরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সব নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ