শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


জুনায়েদ জামশেদসহ ১৫২ ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদসহ ১৫২ ব্যক্তিকে রাষ্ট্রীয় দেয়া হবে বলে জানা গেছে। এ কাতারে সম্প্রতি নিহত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরও রয়েছেন।

আগামী ২৩ মার্চ ‘ইয়াওমে পাকিস্তান’ উপলক্ষ্যে পাকিস্তানে ১৫২ জনকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

জানা যায়, সংগীত জগতের কিংবদন্তী জুনায়েদ জামশেদ, মানবাধিকার কর্মী আছমা জাহাঙ্গির, আমজাদ সাবেরিসহ মোট ৫ জনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে অনুষ্ঠানে।

পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন মিসবাহুল হক, ইউনুস খান, সারফারাজ আহমদ ও শহিদ আফ্রিদিকেও দেয়া হবে বিশেষ এ সম্মাননা।

এছাড়াও সেরা শিল্পী, সেরা লেখক, সেরা চিত্র শিল্পী ও গুণীদের এওয়ার্ড দেয়া হবে।

২০১৬ সালের এক বিমান দূর্ঘটনায় স্ত্রীসহ নিহত হন খ্যতিমান সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ। পপ গান ছেড়ে ইসলামি সঙ্গীতে যিনি দুনিয়াজুড়া খ্যতি পেয়েছেন তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তান

বাবা জুনায়েদ জামশেদকে উৎসর্গ করে ছেলের ‘মেরে বাবা’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ