শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

রাইবেন্ড এলাকা থমথমে; চলছে তল্লাশি ও চেকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগের ইজতেমার নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন ‍পুলিশ সদস্যসহ ৯ ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবিসি উর্দু জানিয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

স্থানীয় সংবাদ মাধ্যম কুদরতের এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর রাইবেন্ডে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে কয়েক’শ পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়ন করা হয়েছে।

শহরের প্রবেশ এবং বহিরগমন পথগুলোতে নিরাপত্তা কর্মীরা কঠোর অবস্থান নিয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে।

জানা যায়,  রায়বেন্ডের একটি তল্লাশি চৌকির কাছে এ হামলার ঘটনা ঘটে। তাবলিগ জামাতের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা চালানো হয় বলে জানা যায়। এ হামলা এমন সময় হলো যখন সেখানে তাবলিগের ইজতেমা চলছে এবং এটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সংগঠন। তাবলিগের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা করে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

প্রসঙ্গত, রায়বেন্ডের এ ইজতেমায় সারা দেশ থেকে লাখো লোক জমায়েত হয়ে থাকে। তাদের নিরাপত্তার জন্য তল্লাশি চৌকিটি স্থাপনা করা হয়েছিল।

এ ঘটনার প্রতিক্রিয়ায় রাষ্ট্র বলছে, নিহতদের রক্ত বৃথা যাবে না। অবশ্যই অপরাধীদের বের করা হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে।

পাকিস্তানে তাবলিগের ইজতেমা ভণ্ডুল করতে আত্মঘাতি হামলা; নিহত ৯


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ