মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সেরা ৬ উক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হকিং বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন)। তার এ ব্রিফ হিস্টরি অব টাইম এক কোটি কপিরও বেশি বিক্রিত হয়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। দিয়েছেন অসংখ্য ভাষণ। তার বই ও ভাষণ থেকে সেরা ৬ উক্তি নিচে তুলে ধরা হলো-

১. বুদ্ধিমত্তা হলো এমন এক গুণ, যা মানুষকে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দেয়।
২. জ্ঞানের সবচেয়ে বড় শত্রু অজ্ঞতা নয়, বরং এটি জ্ঞানের বিভ্রম।
৩. আমি ওই মানুষগুলোকেও পর্যবেক্ষণ করি, যারা বলে ‘সবকিছু পূর্বনির্ধারিত এবং আমরা কিছুই পরিবর্তন করতে পারি না’, পথ অতিক্রম করার আগ পর্যন্ত তাদের দেখো।
৫. আমার জীবনের একটাই লক্ষ্য, আর তা হলো মহাজগতকে পরিপূর্ণরূপে জানা। এটা কেন বিদ্যমান আছে, এটা কেন সর্বত্রই আছে।
৬. জীবন যদি আনন্দের না হয়, তাহলে এটা খুব মর্মান্তিক
৭. তোমার জন্য কারও কোন সময় থাকবে না, যদি তুমি সবসময় রাগান্বিত থাক আর অভিযোগ করে বেড়াও।

সূত্র: উইকিপিডিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ