শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ফেসবুকের কারণে ফোনের চার্জ শেষ? জেনে নিন সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্মার্ট ফোনের ব্যাটারির চার্জ কোনো কোনো অ্যাপ বা সফটওয়ারের কারণে বেশি খরচ হয় তা খতিয়ে দেখলে দেখা যাবে বেশিরভাগ চার্জ ব্যবহার করে ফেসবুক। বিভিন্ন অ্যান্ড্রয়েড অথবা আইফোনের অপারেটিং সিস্টেমের ফেসবুক অ্যাপে অটোপ্লে ভিডিও, লোকেশন ট্র্যাকিং, ও তাৎক্ষণিক নোটিফিকেশন সুবিধাগুলো প্রচুর পরিমাণে চার্জ নষ্ট করে।

স্বতন্ত্র ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠানো বা অডিও ও ভিডিও কলেও প্রচুর পরিমাণ ব্যাটারির চার্জ ব্যবহার করা হয়।

ফেসবুক অ্যাপের সেটিং বদলে দিয়ে আপনি ফোনের ব্যাটারি লাইফ আরও বাড়িয়ে নিতে পারেন। তবে সেটিং বদলে দিলে ফেসবুকের সবগুলো সুবিধা আপনি পাবেন না।

ফেসবুকের অ্যান্ড্রয়েড ফোন ভার্সনে একটি 'ডাটা সেভার' অপশন আছে। সেটিং থেকে 'ডাটা সেভার' অপশন চালু করলে তা ইন্টারনেটের ব্যান্ডউইডথ অনেক সাশ্রয়ীভাবে ব্যবহার করে।  ফলে ব্যাটারির চার্জ কম খরচ হয়।

ফেসবুক অ্যাপের ভিডিও অটোপ্লে অপশন ও মোবাইলে নোটিফিকেশন বন্ধ রাখলেও চার্জ কম খরচ হবে। আপনি অ্যান্ড্রয়েড বা স্মার্ট ফোনে যখন ফেসবুক ব্যবহার করবেন না, তখন সেটি বন্ধ করে রাখলেও ব্যাটারির চার্জ সাশ্রয় হবে।

মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করা সুবিধাজনক। কিন্তু সেটিই সর্বক্ষণ বন্ধুদের সাথে যুক্ত থাকার একমাত্র পদ্ধতি নয়। অ্যাপ ব্যবহারের পরিবর্তে ফেসবুকের মোবাইল সাইটে গিয়েও আপনি আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করতে পারেন। ফেসবুক অ্যাপ ব্যবহারের পরিবর্তে মোবাইলের ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকলে ব্যাটারির চার্জ কম খরচ হওয়ার কথা।

ব্যাটারির চার্জ সাশ্রয়ের জন্য আপনি চাইলে 'ফেসবুক লাইট' নামের অ্যাপটিও ব্যবহার করতে পারেন। এটি কম শক্তিশালী ফোন সেট ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে ফেসবুক লাইট। এই অ্যাপ থেকে ফেসবুকের খুব মৌলিক কাজগুলো করা যায়। যেমন এটি দিয়ে স্ট্যাটাস দেয়া ও কোনো কিছু শেয়ার দেয়ার কাজগুলো করতে পারবেন।  পরিবর্তন ডটকম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ