শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বিশেষ ফ্লাইটে নেপালের পথে হতাহতদের স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেপালে বিধ্বস্ত বিমানের হতাহত যাত্রীদের স্বজনদের নিয়ে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, কাঠমান্ডুতে অাহত ও নিহতদের ৪৬ স্বজন এবং ইউএস বাংলার ৭ জনসহ মোট ৫৩ জন দেশটির উদ্দেশে রওয়ানা হয়েছেন। সেখানে স্বজনরা পৌঁছে নিহতদের শনাক্ত করবেন।

এ ছাড়াও অাহতদের দেখার জন্য বিভিন্ন হাসপাতালে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর নেবেন স্বজনরা। ওই ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারের প্রতিনিধিরাও গেছেন বলে জনা যায়।

উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ