শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নেপালে বিমান বিধ্বস্তে ৩ আলেমের শোক; দোষীদের বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর  সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী, রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান ও গহরডাঙা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন।

সোমবার (১২ মার্চ) দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

শোক বার্তায় তারা বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে, তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ায় প্রকৃত কারন উদঘাটন করে দোষীদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আল্লামা মাহমুদুল হাসান ও  মুফতি রুহুল আমিন।

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিধ্বস্ত বিমানে ছিলেন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ