শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইরাকে আবারো আইএসের হামলা : নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে পরাজিত হওয়া দায়েশ বা আইএস সদস্যরা দেশটির তিনটি স্থানে হামলা চালিয়ে অন্তত ২৫ জন সরকারপন্থি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের সামরিক বাহিনীর অভিযানের মধ্যেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন হাবিব আশ-শামরি জানান, দায়েশ  সদস্যরা দিয়ালিয়া প্রদেশের আল-আজিম এলাকার মহাসড়কে একটি ভুয়া নিরাপত্তা চেকপয়েন্ট বসিয়ে বেসামরিক নাগরিকদের কয়েকটি গাড়ি থামায়। এরপর গাড়ির যাত্রীদের ওপর গুলি চালায় তারা।

এ ঘনায় ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়। আহত লোকজনকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালিয়ে ওই সদস্যরা পারিয়ে যায় বলে জানান ক্যাপ্টেন শামরি।

তিনি জানান, একই প্রদেশে দায়েশের অন্য এক হামলায় তিনজন নিহত হয়। এছাড়া, তিকরিতের একটি বাড়িতে হামলা চালিয়ে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির সাত সদস্যকে হত্যা করেছে দায়েশ সদস্যরা। ওই বাড়িতে হাশ্‌দ আশ-শাবির সদস্যরা বৈঠক করছিলেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ