আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঘোষিত আজকের জনসভার অনুমতি না পাওয়ায় আবারও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার তারিখ ঘোষণা করছে দলটি।
আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা করছে দলটি। এ ছাড়া আগামী ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করবে বলে জানিয়েছে বিএনপি।
১২ মার্চ, সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তারিখ ঘোষণা দেন।
তিনি বলেন, 'আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছি। সংঘাতে যেতে চাচ্ছি না। নিয়মতান্ত্রিকভাবে সকল কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু আজ ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি। এবং নতুন করে আগামী ১৯ মার্চ সোমবার নতুন করে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিচ্ছি। আমরা প্রত্যাশা করছি গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখিয়ে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ১৯ মার্চ জনসভার অনুমতি দেবেন।'
এছাড়া আগামী ২৪ মার্চ বরিশাল, ১৫ মার্চ চট্টগ্রামে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম, বেলাল আহমদ প্রমুখ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোহরাওয়ার্দীতে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়া জনসভা করতে পারেনি দলটি।