আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরের কিছুক্ষণ পর নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই বিমানে ৬৭ যাত্রী ও ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি থেকে অন্তত ৩০ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজন সাংবাদিক জানিয়েছেন, বাকিদের উদ্ধারে দমকল বাহিনী ও নেপালি সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে।